উদ্ধার হওয়া দেহ সম্পূর্ণ অবস্থায় নেই। বরং তার নানান দেহাংশ ঝলসানো অবস্থায় মুর্শিদাবাদের ওই গ্রামের রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হয়েছে। এদিন সকালে ঘটনাটি প্রথম গ্রামবাসীদের চোখে পড়ে। তাঁরা সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহের পাশ থেকে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ ও অ্যাসিডের বোতল উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ ঘোষ জানান, বিকেলের পর সচরাচর কেউ এখানে আসে না। এদিন সকালে চাষের জমিতে যাওয়ার সময় গ্রামের কয়েকজনের নজরে পড়ে একজনের পোড়া মাথা, দেহের একাংশ পড়ে আছে।
advertisement
আরও পড়ুন: মৌচাকে ঢিল! বিকৃত আনন্দের চরম পরিণতি, মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু
যে জায়গায় ওই দেহাংশগুলো পড়েছিল তার আশেপাশের গাছের বিভিন্ন ডাল-পাতা আগুনে ঝলসে গিয়েছে। কেউ বা কারা খুন করে এখানে দেহ ফেলে রেখে আগুনে ধরিয়ে দিয়েছে বলে গ্রামবাসীদের আশঙ্কা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী






