TRENDING:

Murshidabad News: ঝোপ থেকে উঁকি মারছে ঝলসানো হাত, পোড়া খুলি! পুরুষ না মহিলা বোঝার উপায় নেই

Last Updated:

যে জায়গায় ওই দেহাংশগুলো পড়েছিল তার আশেপাশের গাছের বিভিন্ন ডাল-পাতা আগুনে ঝলসে গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: শুক্রবার সাতসকালে রঘুনাথগঞ্জের পঞ্চবটি গ্রামের মাঠের পাশের ঝোপ থেকে উদ্ধার হল পুড়ে যাওয়া হাত, মাথার খুলি! অজ্ঞাত পরিচয় ব্যক্তির এই পোড়া হাত বা খুলি ওই এলাকায় কীভাবে এল তা বুঝতে পারছে না কেউ। এমনকি ওটি পুরুষ না মহিলার সেটাও বোঝা যাচ্ছে না। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
advertisement

উদ্ধার হওয়া দেহ সম্পূর্ণ অবস্থায় নেই। বরং তার নানান দেহাংশ ঝলসানো অবস্থায় মুর্শিদাবাদের ওই গ্রামের রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হয়েছে। এদিন সকালে ঘটনাটি প্রথম গ্রামবাসীদের চোখে পড়ে। তাঁরা সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহের পাশ থেকে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ ও অ্যাসিডের বোতল উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ ঘোষ জানান, বিকেলের পর সচরাচর কেউ এখানে আসে না। এদিন সকালে চাষের জমিতে যাওয়ার সময় গ্রামের কয়েকজনের নজরে পড়ে একজনের পোড়া মাথা, দেহের একাংশ পড়ে আছে।

advertisement

আরও পড়ুন: মৌচাকে ঢিল! বিকৃত আনন্দের চরম পরিণতি, মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু

যে জায়গায় ওই দেহাংশগুলো পড়েছিল তার আশেপাশের গাছের বিভিন্ন ডাল-পাতা আগুনে ঝলসে গিয়েছে। কেউ বা কারা খুন করে এখানে দেহ ফেলে রেখে আগুনে ধরিয়ে দিয়েছে বলে গ্রামবাসীদের আশঙ্কা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

কৌশিক অধিকারী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ঝোপ থেকে উঁকি মারছে ঝলসানো হাত, পোড়া খুলি! পুরুষ না মহিলা বোঝার উপায় নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল