সেরকমই এবারও শুরু হয়েছে বর্ধমান পৌর উৎসব। শনিবার থেকে শুরু হয়েছে বর্ধমান শহরের অন্যতম এই মেলা। মেলায় উপচে পড়ছে বহু মানুষের ভিড়। সাধারণ মানুষ মেলায় এসে খুবই ভাল ভাবে মেলা উপভোগ করছেন। বর্ধমান শহরের বর্তমান স্থায়ী বাসিন্দা রিমিল হাঁসদা নামের এক ব্যক্তি বলেন, “আমি প্রতিবছর আসি এই মেলায়। এই উৎসবের জন্য অপেক্ষায় থাকি। মেলা ঘুরে খুব ভাল লাগল। আর সকল বর্ধমানবাসী মেলা খুবই ভালবাসেন।”
advertisement
আরও পড়ুন: এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও কিউআর কোড, কারণ জানলে অবাক হবেন!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলতি ইংরেজি মাসের ২১ তারিখ শুরু হয়েছে এই মেলা, যা চলবে ২৯ তারিখ পর্যন্ত। বর্ধমান শহরের শাঁখারীপুকুর উৎসব ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। এবছর দুশোরও অনেক বেশি স্টল বসেছে। বিভিন্ন ধরনের আকর্ষণীয়, নিত্যনতুন জিনিস রয়েছে মেলার মধ্যে। পোশাক থেকে শুরু করে ফার্নিচার এবং মহিলাদের সাজের নানা জিনিস পাওয়া যাচ্ছে খুবই অল্প টাকার মধ্যে। এছাড়াও একাধিক খাবার স্টল তো রয়েইছে।
আরও পড়ুন: মুঠো মুঠো পেইন কিলার নয়! কনকনে শীতে ‘এই’ খাবারেই পালাবে হাঁটু, কোমরের অসহ্য যন্ত্রণা! জানুন কী খাবেন
নাগরদোলাও রয়েছে মেলার মধ্যে। বিকেল হলেই বর্তমানে মেলায় উপচে পড়ছে বহু মানুষের ভিড়। মেলায় প্রবেশের জন্য কোনও টিকিট মূল্য লাগবে না। প্রত্যেকদিন সন্ধ্যায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে মাতিয়ে তুলছেন বর্ধমানবাসীর মন। সবমিলিয়ে একেবারে জমজমাট বর্ধমান পৌর উৎসব ২০২৪।
বনোয়ারীলাল চৌধুরী