বর্ধমান শহরে দিনে তিনবার পাইপলাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল সরবরাহ করে বর্ধমান পুরসভা । সকাল দুপুর এবং বিকেলে সেই জল সরবরাহ করা হয় । এর বাইরে মহরম উপলক্ষে সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত একটানা জল সরবরাহ করেছে বর্ধমান পুরসভা।
পুরপ্রধান জানান, মহরম উপলক্ষে মঙ্গলবারও বাড়তি সময় ধরে জল দেওয়া হচ্ছে। সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে। এরপর বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত জল দেওয়া হবে। এরপর বিকেল চারটে থেকে একটানা রাত এগারোটা পর্যন্ত জল সরবরাহ অব্যাহত থাকবে।
advertisement
আরও পড়ুন : জল ভেবে ডিজেল পান করল একরত্তি শিশু! তারপরের ঘটনা মর্মান্তিক
আরও পড়ুন : কার প্রাচীর, ভাঙল কে! চাঞ্চল্য বর্ধমান পুলিশ লাইনে
এদিন বিকেল থেকেই মহরমের ঢাল তাজিয়া বের করার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এরপর ঢাল তাজিয়া বের করবে মহরম কমিটিগুলি। চলবে লাঠি খেলা, তলোয়ার নিয়ে নকল যুদ্ধ। এই সময় বাড়তি জলের প্রয়োজন হয়। তাই বেশি সময় ধরে জল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পুরসভার পানীয় জলের সব গাড়ি এলাকায় এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পানীয় জলের গাড়ি চেয়ে আবেদন করেছিল মহরম কমিটিগুলি। সেই আবেদনের ভিত্তিতেই তা মঞ্জুর করা হয়েছে। মহরম উপলক্ষে কিছু রাস্তা সংস্কারও করেছে বর্ধমান পুরসভা। শহরের তেঁতুলতলা বাজার, পীর বাহারাম, খাগড়াগড় এলাকার রাস্তা সংস্কার করা হয়েছে।