Bangla news: জল ভেবে ডিজেল পান করল একরত্তি শিশু! তারপরের ঘটনা মর্মান্তিক

Last Updated:

Bangla news: চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচানোর সব রকম চেষ্টা চালানো হয়েছিল।

জল ভেবে ডিজেল পান করলো একরত্তি শিশু! তারপরের ঘটনা মর্মান্তিক 
জল ভেবে ডিজেল পান করলো একরত্তি শিশু! তারপরের ঘটনা মর্মান্তিক 
#বর্ধমান: জল ভেবে ডিজেল খেয়ে মৃত্যু একরত্তি শিশুর। মৃতের নাম সর্জুন দেহরী। বয়স মাত্র এগারো মাস। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার মাহিনগরে। এই একরত্তি শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসুস্থ শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচানোর সব রকম চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু শিশুটি চিকিৎসায় সাড়া না দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি ঝাড়খন্ডে হলেও কর্মসূত্রে বর্ধমানের দেওয়ানদিঘি থানার মাহিনগরে থাকে সর্জুনের বাবা ও মা। সর্জুনের বাবা স্থানীয় একটি ইঁটভাটায় কাজ করেন। সেই ইঁটভাটাতেই তাঁরা গত ১ বছর ধরে থাকেন। শনিবার বাড়িতে ইঁটভাটার পে-লোডারের একটি ডিজেলের কৌটো কুড়িয়ে নিয়ে আসে সর্জুনের দাদা। সেই ডিজেলকেই জল ভেবে খেয়ে নেয় সর্জুন। পরে অসুস্থতা বোধ করলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সর্জুনের মৃত্যু হয়।
advertisement
সোমবার দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর বাবা মা দুজনেই ইঁট ভাটায় কাজ করেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করতে হয় তাঁদের। মাঝে মাঝে ওই শিশুকে দেখে যেত তার মা। কিন্তু ঘরে যে ডিজেল ভর্তি পাত্র রয়েছে তা তারা খেয়াল করেনি। সেই ডিজেল পান করেই মৃত্যুর মুখে ঢলে পড়ে ওই শিশু।
advertisement
advertisement
কাজের সন্ধানে পাশের রাজ্য থেকে বর্ধমানে এসেছিলেন ওই শিশুর বাবা মা। কৃষি শ্রমিকের কাজ করতেই এসেছিলেন তাঁরা। সব সময় কৃষি জমিতে কাজ থাকে না। তাই কাজ নিয়েছিলেন ইঁট ভাটায়। কিন্তু পেটের তাগিদে কাজ করতে আসার পরিণাম যে এমন মর্মান্তিক হবে তা কল্পনাতেও আনতে পারেননি এই দম্পতি। ঘটনার জেরে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁরা।
advertisement
শরদিন্দু ঘোষ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla news: জল ভেবে ডিজেল পান করল একরত্তি শিশু! তারপরের ঘটনা মর্মান্তিক
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement