TRENDING:

Burdwan Medical College and Hospital: রোগীর বেডের পাশে লাইটার কী করে? বর্ধমান মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাপানউতোর জারি

Last Updated:

বর্ধমান মেডিক্যালে (Burdwan Medical College and Hospital) অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। শনিবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রাধারানি কোভিড ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: রোগীর বেডের পাশে লাইটার এল কোথা থেকে? প্রশ্নের উত্তর মেলেনি এখনও। বর্ধমান মেডিক্যালে (Burdwan Medical College and Hospital) অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। শনিবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রাধারানি কোভিড ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে এক রোগিণীর মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্তের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও  হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সেই কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা। অন্যদিকে এই ঘটনার তদন্ত করেছে স্বাস্থ্য দফতরের ৩ সদস্যের কমিটি (Burdwan Medical College and Hospital)।
advertisement

আরও পড়ুন: হনুমানের মৃত্যুতে মাথা ন্যাড়া, পুরোহিত ও নাপিত ডেকে শ্রাদ্ধ

স্বাস্থ্য দফতরের প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলা হয়েছে, এটা নিছকই দুর্ঘটনা। লাইটার জ্বালানোর জন্যই হয়তো আগুন লাগে। হয়তো মহিলা অক্সিজেন মাস্ক খুলে লাইটার জ্বালিয়েছিলেন। তাতেই দুর্ঘটনা ঘটে। সি সি টিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতেই এই দুর্ঘটনা বলে ধারনা স্বাস্থ্য দফতরের তদন্তকারী দলের।

advertisement

আরও পড়ুন: ধরতে গিয়েছিলেন কাঁকড়া, আচমকা নৌকায় ঝাঁপ 'তার'! সোজা টেনে নিল জঙ্গলে, তারপর…?

এখানেই প্রশ্ন তুলছেন মৃতা রোগীর আত্মীয়রা। তাঁদের বক্তব্য, মৃত সন্ধ্যা মন্ডল ধূমপান করতেন না। তাই সঙ্গে লাইটার রাখার প্রশ্ন নেই। রাতে কোভিড ওয়ার্ডে ঢুকে মশারি টাঙিয়ে দিয়ে এসেছিলেন রোগিণীর মেয়ে রানু মন্ডল। তাই মশা মারার ধূপ জ্বালানোর ধারণা ঠিক নয়। রোগিণী নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছিলেন। তাঁর সঙ্গে একটি থলিতে একটি কাপড় ছাড়া কিছুই ছিল না। তাহলে লাইটার কীভাবে এল?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, রাতে ডিউটি না করে সবাই ঘুমোয়। একজন রোগী পুড়ে মরে গেল কেউ জানতেই পারল না। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, আসল সত্য চাপা দেওয়ার চেষ্টা চলছে। সিসি টিভির ফুটেজ প্রকাশ্যে আনা হোক। তাহলেই সবার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বিজেপি এসব কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Medical College and Hospital: রোগীর বেডের পাশে লাইটার কী করে? বর্ধমান মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাপানউতোর জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল