Sundarban Tiger Attack: ধরতে গিয়েছিলেন কাঁকড়া, আচমকা নৌকায় ঝাঁপ 'তার'! সোজা টেনে নিল জঙ্গলে, তারপর…?

Last Updated:
Sundarban Tiger Attack: ফের, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকা থেকেই মৎস্যজীবীকে জঙ্গলে তুলে নিয়ে গেল বাঘ।
1/5
দিনকয়েক আগেই কুলতলির জঙ্গল থেকে একের পর এক বাঘের আক্রমণে নাভিশ্বাস উঠেছিল সুন্দরবনের মানুষজনের। অনেক ঝক্কি পেরিয়ে খাঁচাবন্দী করা গিয়েছিল দক্ষিণরায়কে। এবার আবার ফের, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকা থেকেই মৎস্যজীবীকে জঙ্গলে তুলে নিয়ে গেল বাঘ।
দিনকয়েক আগেই কুলতলির জঙ্গল থেকে একের পর এক বাঘের আক্রমণে নাভিশ্বাস উঠেছিল সুন্দরবনের মানুষজনের। অনেক ঝক্কি পেরিয়ে খাঁচাবন্দী করা গিয়েছিল দক্ষিণরায়কে। এবার আবার ফের, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকা থেকেই মৎস্যজীবীকে জঙ্গলে তুলে নিয়ে গেল বাঘ।
advertisement
2/5
রবিবার সকালে এমনই ঘটনাটি ঘটেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ঝিলা জঙ্গলে। ওই মৎস্যজীবীর নাম অরবিন্দু বিশ্বাস(৪৩)। জানা গিয়েছে, রবিবার সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের বুধবারের বাজার এলাকা থেকে তিনজন মৎসজীবী মাছ ও কাঁকড়া ধরতে যায়। সকাল ৭ টা নাগাদ ঝিলা জঙ্গলের মুড়ো গাছা খালের কাছে হঠাৎ একটি বাঘ ঝাঁপিয়ে পরে নৌকায়। কেউ কিছু বোঝার আগেই অরবিন্দুকে তুলে নিয়ে চলে যায় বাঘটি। প্রতীকী ছবি
রবিবার সকালে এমনই ঘটনাটি ঘটেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ঝিলা জঙ্গলে। ওই মৎস্যজীবীর নাম অরবিন্দু বিশ্বাস(৪৩)। জানা গিয়েছে, রবিবার সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের বুধবারের বাজার এলাকা থেকে তিনজন মৎসজীবী মাছ ও কাঁকড়া ধরতে যায়। সকাল ৭ টা নাগাদ ঝিলা জঙ্গলের মুড়ো গাছা খালের কাছে হঠাৎ একটি বাঘ ঝাঁপিয়ে পরে নৌকায়। কেউ কিছু বোঝার আগেই অরবিন্দুকে তুলে নিয়ে চলে যায় বাঘটি। প্রতীকী ছবি
advertisement
3/5
মোট তিনজন মৎস্যজীবী নৌকা নিয়ে গ্রাম থেকে গিয়েছিলেন সুন্দরবনের নদী খাড়িতে। তখনই হঠাৎ আক্রমণ করে দক্ষিণরায়। কার্যত দুই সঙ্গীর সামনে থেকেই ওই মৎস্যজীবীকে ধরে জঙ্গলের মধ্যে চলে যায় বাঘটি। এরপর ওই দুই সঙ্গী তারা এদিক-ওদিক খোঁজাখুঁজি করেও না পেয়ে গ্রামে চলে আসেন। সঙ্গীরা এসে গ্রামে খবর দিলে গ্রামের লোকজন গিয়ে জঙ্গল থেকে অরবিন্দুর দেহ উদ্ধার করে নিয়ে আসে। বন দফতর সূত্রে খবর মৃত ব্যক্তির মাছ ধরার কোনও বৈধ কাগজ পত্র ছিল না।
মোট তিনজন মৎস্যজীবী নৌকা নিয়ে গ্রাম থেকে গিয়েছিলেন সুন্দরবনের নদী খাড়িতে। তখনই হঠাৎ আক্রমণ করে দক্ষিণরায়। কার্যত দুই সঙ্গীর সামনে থেকেই ওই মৎস্যজীবীকে ধরে জঙ্গলের মধ্যে চলে যায় বাঘটি। এরপর ওই দুই সঙ্গী তারা এদিক-ওদিক খোঁজাখুঁজি করেও না পেয়ে গ্রামে চলে আসেন। সঙ্গীরা এসে গ্রামে খবর দিলে গ্রামের লোকজন গিয়ে জঙ্গল থেকে অরবিন্দুর দেহ উদ্ধার করে নিয়ে আসে। বন দফতর সূত্রে খবর মৃত ব্যক্তির মাছ ধরার কোনও বৈধ কাগজ পত্র ছিল না।
advertisement
4/5
প্রসঙ্গত, কয়েকদিন আগেই শুরু হয় সুন্দরবনে বাঘ গণনার কাজ। দেরিতে হলেও শুরু হলেও বাঘ সুমারির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বন বিভাগের জঙ্গলে ক্যামেরা বসানো হয়। বাঘ গণনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসানোর কথা থাকলেও, সেই কাজ বাধা পেয়েছে বেশ কয়েক মাস ধরে। ঘন ঘন লোকালয়ে ঢুকেছে বাঘ। আর সেই বাঘ বন্দি করতে রীতিমতো নাকাল হতে হয়েছে বন কর্মীদের। যে কারণে ঘুম ছুটেছে বন কর্তাদেরও।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই শুরু হয় সুন্দরবনে বাঘ গণনার কাজ। দেরিতে হলেও শুরু হলেও বাঘ সুমারির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বন বিভাগের জঙ্গলে ক্যামেরা বসানো হয়। বাঘ গণনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসানোর কথা থাকলেও, সেই কাজ বাধা পেয়েছে বেশ কয়েক মাস ধরে। ঘন ঘন লোকালয়ে ঢুকেছে বাঘ। আর সেই বাঘ বন্দি করতে রীতিমতো নাকাল হতে হয়েছে বন কর্মীদের। যে কারণে ঘুম ছুটেছে বন কর্তাদেরও।
advertisement
5/5
এর প্রায় ৩৫ দিন পর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় লাগানো ক্যামেরাগুলো সময় মতো খোলা যায়নি। সেই ক্যামেরা পেতে দেরি হয় দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের। তাই ৮ তারিখের বদলে ১৩ জানুয়ারি ওই এলাকায় ক্যামেরা বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু ভেস্তে যায় সেটিও। শেষেমেশ ১৫ তারিখ রাতে ক্যামেরা পেতেই ১৮ তারিখ ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়। সেই মোতাবেক মঙ্গলবার সুন্দরবনে ১৬৮০ বর্গ কিলোমিটার জুড়ে শুরু হয় ক্যামেরা বসানো কাজ।
এর প্রায় ৩৫ দিন পর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় লাগানো ক্যামেরাগুলো সময় মতো খোলা যায়নি। সেই ক্যামেরা পেতে দেরি হয় দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের। তাই ৮ তারিখের বদলে ১৩ জানুয়ারি ওই এলাকায় ক্যামেরা বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু ভেস্তে যায় সেটিও। শেষেমেশ ১৫ তারিখ রাতে ক্যামেরা পেতেই ১৮ তারিখ ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়। সেই মোতাবেক মঙ্গলবার সুন্দরবনে ১৬৮০ বর্গ কিলোমিটার জুড়ে শুরু হয় ক্যামেরা বসানো কাজ।
advertisement
advertisement
advertisement