স্বর্গীয় জগন্নাথ দাস দক্ষিণ ২৪ পরগনার বজবজে এই রথযাত্রা শুরু করেন। পরে তিনি ১৯৮০ সাল নাগাদ রথটি রক্ষণাবেক্ষণ এবং পুজোর জন্য বজবজ কালীবাড়ির তৎকালীন কমিটিকে দান করেন। তারপর থেকে মাত্র দু থেকে তিনবার কালীবাড়ি থেকে রথ যাত্রার দিন বেরিয়েছিল রথ। এরপর কালীবাড়ির সেই রথ বিকল হয়ে ভগ্নদশায় পরিণত হয়। যার কারণে রথ যাত্রার দিন আর বের করা হত না রথ।
advertisement
তবে রথ টানা না হলেও রথযাত্রা সময় পুজো হত। কালীবাড়ি কমিটির আর্থিক অবস্থা সেই রকম না থাকার কারণে রথ সারানো যায়নি। তবে এবার সারানো হয়েছে এই রথ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির যুগ্ম সম্পাদক স্মৃতি রঞ্জন ঘোষ বলেন, রথটি পুনঃনির্মাণের খরচ কালীবাড়ি কমিটি না করলেও, এখনও পর্যন্ত রথের পিছনে আনুমানিক সাত লক্ষ টাকা খরচ হয়েছে। সেই খরচ আরও বাড়তে পারে। রথের শোভাযাত্রায় থাকছে ঢাক, নৃত্যের দল। এই রথকে নিয়ে সাধারণ মানুষের আবেগ রয়েছে চোখে পড়ার মত।
নবাব মল্লিক