TRENDING:

Buddhadeb Bhattacharjee Death: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের দিনে সিঙ্গুর আন্দোলনের দুই কান্ডারির গলায় ভিন্ন সুর!

Last Updated:

Buddhadeb Bhattacharjee Death:২৩ শে শ্রাবণ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ তাঁর গলায় অন্য সুর। কারখানা হলেই ভাল হত-এমনই বলছেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যদিও এ কথা মানতে নারাজ সিঙ্গুরের বর্তমান কান্ডারি তথা রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাহী হালদার, হুগলি: একসময়ের দাপুটে নেতা, সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম কান্ডারি ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য।  ২৩ শে শ্রাবণ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ তাঁর গলায় অন্য সুর। কারখানা হলেই ভাল হত-এমনই বলছেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যদিও এ কথা মানতে নারাজ কার্যত সিঙ্গুরের বর্তমান কান্ডারি তথা রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না।
advertisement

বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুর দিনেই যেন আবারও স্মৃতিচারণের পাতায় উঠে এসেছে সিঙ্গুর এবং নন্দীগ্রামের নাম। ভূমি আন্দোলনের গড় সিঙ্গুর সেই সিঙ্গুরের তৎকালীন ভূমি আন্দোলনের অন্যতম দুই নেতার গলায় দুই ভিন্ন সুর। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা এক সময় সিঙ্গুরে কৃষি জমি আন্দোলনের নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুরের জমি নীতি ভুল ছিল। তাঁর সততা, নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। সিঙ্গুর নিয়ে বুদ্ধদেববাবু, প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন ও  প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি যে সমঝোতায় এসেছিলেন, তাঁর দল সেটা যদি মেনে নিত, তাহলে সিঙ্গুরে শিল্প হত। আর কারখানা হয়নি বলে সিঙ্গুরে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার চিহ্ন রয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন : মেঘলা আকাশের নীচে পড়ে রইল তাঁর প্রিয় কলকাতা, নন্দন চত্বর ও বইমেলা, এক ২৩ শ্রাবণের সকালে চিরঘুমে বুদ্ধদেব ভট্টাচার্য

View More

সিঙ্গুরের কৃষি আন্দোলনের আরও এক কান্ডারি হলেন বেচারাম মান্না। বর্তমানে রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বেচারাম মান্না  বলেন, বুদ্ধবাবুর ব্যক্তিত্বকে তাঁরা শ্রদ্ধা করেন। তাঁর রাজপাট করার কৌশলকে তাঁরা শ্রদ্ধা জানান। তবে সিঙ্গুরের মানুষের উপর যে নীতি গ্রহণ করেছিল বাম সরকার, তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে গর্জে উঠেছিল সিঙ্গুরের মানুষজনবলে মনে করেন তিনি। তাঁর আরও সংযোজন, আজও মানুষজন ২০০৬ এর সেই আন্দোলন মনে রেখেছে। যেভাবে বিরোধ শুরু হয়েছিল সেই বিরোধিতায় রয়েছে আজও সিঙ্গুরের মানুষ। মন্ত্রী আরও বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করলেও তাঁর নীতির বিরোধিতা তাঁরা আগেও করে এসেছেন, ভবিষ্যতেও করবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Buddhadeb Bhattacharjee Death: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের দিনে সিঙ্গুর আন্দোলনের দুই কান্ডারির গলায় ভিন্ন সুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল