TRENDING:

Buddha Purnima: বুদ্ধ পূর্ণিমার পুজোর প্রসাদ বিতরণ তারপরই শুরু এলাকাবাসীর বমি, ঘটনার বিবরণ স্তম্ভিত করবে আপনাকেও

Last Updated:

Buddha Purnima: সকাল থেকে হাসপাতালে চিকিৎসার জন্যে লম্বা লাইন। প্রসাদ খেয়ে অসুস্থ বহু। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে চিড়ে প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৪০ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: সকাল থেকে হাসপাতালে চিকিৎসার জন্যে লম্বা লাইন। প্রসাদ খেয়ে অসুস্থ বহু। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে চিড়ে প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে ৩৬ জন ভর্তি হাসপাতালে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ডুয়া এলাকায়।
advertisement

জানা যায়, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ডুয়া এলাকার এক ব্যক্তির ভুসিমাল দোকানে পূজো হয়েছিল। এরপরই তিনি নিজের আত্মীয় পরিজন এবং এলাকাবাসীর মধ্যে ফলমূল চিড়া প্রসাদ বিতরণ করে। প্রসাদ খাওয়ার পরে, মাঝরাত থেকে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। সকাল থেকে সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। শনিবার সকাল থেকে বমি-সহ একাধিক উপসর্গ নিয়ে শিশু, মহিলা, পুরুষ মিলে মোট ৩৬ জন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এছাড়াও আরও বেশ কয়েকজন কমবেশি অসুস্থ হয়েছেন।

advertisement

View More

জানা গিয়েছে, মধ্যরাত থেকে অসুস্থ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতর বিশেষ প্রতিনিধি দল ডুয়া এলাকা পরিদর্শন করেন। প্রসাদ খাওয়া লোকজনদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সকলেই আপাতত সুস্থ রয়েছেন। রবিবার তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। খাবারে কোন বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্বাস্থ্য দফতরের। একই প্রসাদ খেয়ে অসুস্থ লক্ষণবাবুর আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন। তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Ranjan Chanda

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Buddha Purnima: বুদ্ধ পূর্ণিমার পুজোর প্রসাদ বিতরণ তারপরই শুরু এলাকাবাসীর বমি, ঘটনার বিবরণ স্তম্ভিত করবে আপনাকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল