দোলের ছুটিতে বাড়ি এসেছিলেন। এরপর ডিউটি জয়েন করেন। তখন তার পোস্টিং হয় পাঞ্জাবের পাঠানকোটে। সেখানেই ডিউটিরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ বোধ হলে গাছের ছায়াতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাক রেঞ্জারসের হাতে আটক হয় পূর্নম। তারপর থেকেই তার ব্যপারে কোনও সদুত্তর মিলছে না কোনও পক্ষ থেকেই।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় জোড়া রাজযোগ! দুর্লভ সংযোগে এপ্রিলের শেষেই মালামাল ৩ রাশি, হাতে কুবেরের ধন
advertisement
ইতিমধ্যেই তার বাড়িতে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ সকালে পুর্নমের বাবা ভোলা সাউ ২৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। কিন্তু তিনিও সঠিকভাবে বলতে পারেননি, কবে পাক রেঞ্জার্সের হাত থেকে ছাড়া পাবে পূর্নম।
তার মধ্যেই পূর্ণমের পাশে দাঁড়ালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ সকালেই সাংসদ কল্যাণ ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ইতিমধ্যেই বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন।
সূত্রের খবর, কিছুটা হলেও ভাল রয়েছেন পূর্ণাম। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন কল্যাণ। কিন্তু সবকিছুর পরেও উৎকণ্ঠা যেন কিছুতেই কাটছে না তার পরিবারের। কবে ছেলে বাড়ি ফিরবে সেই আশায় দরজার সামনে বসে চিন্তায় তার বাবা।
বারবার বিভিন্ন মানুষকে ফোন করছেন কিন্তু কোনও আস্থা পারছেন না কারও কাছ থেকে। আগামী কাল স্বামীর খোঁজে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেবে পুর্নমের স্ত্রী রজনী সাউ। স্বামীর কোনও খবর না পেয়ে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে।
রানা কর্মকার