TRENDING:

BSF Jawan: ৭০ ঘণ্টা পার, এখনও পাকিস্তানেই বন্দি রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম! বাড়ছে উৎকণ্ঠা

Last Updated:

BSF Jawan Detained By Pakistan প্রায় ৭০ ঘন্টা অতিক্রান্ত হয়েছে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন ভারতীয় বিএসএফ জওয়ান হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: প্রায় ৭০ ঘন্টা অতিক্রান্ত হয়েছে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন ভারতীয় বিএসএফ জওয়ান হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ। তারপর থেকেই উত্‍কণ্ঠায় তাঁর পরিবার। উদ্বেগে রয়েছেন সকলে। জানা গিয়েছে আগে জম্মু-কাশ্মীরে পোস্টিং ছিলেন পূর্ণাম। তারপর কিছুদিনের জন্য বাড়িতে ছুটি কাটাতে আসেন।

গাছের ছায়াতে বিশ্রাম নিচ্ছিলেন তারপর...৭০ ঘণ্টা কেটে গিয়েছে! পাকিস্তানে কীভাবে আটক হলেন BSF জওয়ান?
গাছের ছায়াতে বিশ্রাম নিচ্ছিলেন তারপর...৭০ ঘণ্টা কেটে গিয়েছে! পাকিস্তানে কীভাবে আটক হলেন BSF জওয়ান?
advertisement

দোলের ছুটিতে বাড়ি এসেছিলেন। এরপর ডিউটি জয়েন করেন। তখন তার পোস্টিং হয় পাঞ্জাবের পাঠানকোটে। সেখানেই ডিউটিরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ বোধ হলে গাছের ছায়াতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাক রেঞ্জারসের হাতে আটক হয় পূর্নম। তারপর থেকেই তার ব্যপারে কোনও সদুত্তর মিলছে না কোনও পক্ষ থেকেই।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় জোড়া রাজযোগ! দুর্লভ সংযোগে এপ্রিলের শেষেই মালামাল ৩ রাশি, হাতে কুবেরের ধন

advertisement

ইতিমধ্যেই তার বাড়িতে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ সকালে পুর্নমের বাবা ভোলা সাউ ২৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। কিন্তু তিনিও সঠিকভাবে বলতে পারেননি, কবে পাক রেঞ্জার্সের হাত থেকে ছাড়া পাবে পূর্নম।

তার মধ্যেই পূর্ণমের পাশে দাঁড়ালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ সকালেই সাংসদ কল্যাণ ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ইতিমধ্যেই বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন।

advertisement

আরও পড়ুন: গরমে ঠান্ডা রাখে দেহ-মন…খুব সাবধান! পান্তা ভাত খেয়ে সর্বনাশ হতে পারে শরীরের, ছোট্ট ভুলে পেটে গিয়েই করবে ‘বিষক্রিয়া’

সূত্রের খবর, কিছুটা হলেও ভাল রয়েছেন পূর্ণাম। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন কল্যাণ। কিন্তু সবকিছুর পরেও উৎকণ্ঠা যেন কিছুতেই কাটছে না তার পরিবারের। কবে ছেলে বাড়ি ফিরবে সেই আশায় দরজার সামনে বসে চিন্তায় তার বাবা।

advertisement

বারবার বিভিন্ন মানুষকে ফোন করছেন কিন্তু কোনও আস্থা পারছেন না কারও কাছ থেকে। আগামী কাল স্বামীর খোঁজে পাঠানকোটের উদ্দেশ‍্যে রওনা দেবে পুর্নমের স্ত্রী রজনী সাউ। স্বামীর কোনও খবর না পেয়ে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রানা কর্মকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF Jawan: ৭০ ঘণ্টা পার, এখনও পাকিস্তানেই বন্দি রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম! বাড়ছে উৎকণ্ঠা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল