TRENDING:

উপার্জনের নয়া দিশা, চোরাচালানকারীদের যম, দুই-ই হয়ে উঠবে মৌমাছি! নদিয়ায় বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে BSF

Last Updated:

চোরাচালান কারবারিদের যম হয়ে উঠবে এবার মৌমাছি! মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সৈনিকদের। প্রশ্ন হল কীভাবে দুয়ের লাভ পাবে সেনারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাদিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: চোরাচালান কারবারিদের যম হয়ে উঠবে এবার মৌমাছি! মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সৈনিকদের। বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে মৌমাছি পালন প্রশিক্ষণ দেওয়া হল আইটিবিপি সেনাবাহিনীদের। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাদিপুর বিওপিতে মৌমাছি পালন প্রশিক্ষণে অংশগ্রহণ করলেন আইটিবিপির সেনাবাহিনীরাI এই মৌমাছি পালনের প্রশিক্ষণ দিল কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মালবিকা দেবনাথ I তিনি এই প্রশিক্ষণটি দেন প্রায় দু’ঘণ্টা I মৌমাছি পালনের সম্পূর্ণ বিস্তারিতভাবে তিনি জওয়ানদেরকে বোঝান। কীভাবে মৌমাছি পালন করা যায় তা ভিডিও গ্রাফিং এর মাধ্যমেও বোঝান।
advertisement

এই প্রশিক্ষণ শিবিরে আইটিবিপি আধিকারিক এবং সৈনিকরা অংশগ্রহণ করেন। সবমিলিয়ে ৫৯ জন সৈনিক এবং অফিসাররা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেন। এদিন সকাল থেকেই এই প্রশিক্ষণ শিবিরে ব্যস্ততা ছিল চূড়ান্তভাবে। এই প্রশিক্ষণ শিবিরে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান আয়োজন করে কাঁদিপুর বিওপির ক্যাম্পেI এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরেI আইটিবিপির সেনাদের বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যায় এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতেI

advertisement

আরও পড়ুন: কম খরচে তিনগুণ উপার্জন! দুর্গাপুরের চাষিরা সস্তার ড্রাই ফ্রুট চাষেই লাভ করছেন প্রচুর টাকা

View More

নদিয়ার এই প্রশিক্ষণ শিবির ৭ নভেম্বর পর্যন্ত হবে বলে খবর বিএসএফ সূত্রেI আইটিবিপি অফিসার আমাদের ক্যামেরার সামনে বিএসএফে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেনট সুজিত কুমারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, যিনি এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেনl

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তিন দিনের জমাটি ফুটবল ম্যাচ! ১৬টি দল টোপকে সেরা ভালুকতোড়, রয়েছে আকর্ষণীয় পুরস্কার
আরও দেখুন

আইটিবিপি আধিকারিক দেবাশীষ রায় জানান, “এই মৌমাছি প্রতিপালন দু’দিকেই সুবিধা রয়েছে। এর আগেও জেলায় একাধিকবার মৌমাছি প্রতিপালনের পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষদের। এই মৌমাছি সীমান্তের কাঁটাতারে প্রতিপালন করা হলে একদিকে যেমন চোরাচালান কারবারিদের বাড়বাড়ন্ত থেকে বেশ কিছুটা রেহাই পাওয়া যায়, তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার প্রত্যন্ত গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার একটি নতুন রাস্তা খুলে যায়।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উপার্জনের নয়া দিশা, চোরাচালানকারীদের যম, দুই-ই হয়ে উঠবে মৌমাছি! নদিয়ায় বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে BSF
Open in App
হোম
খবর
ফটো
লোকাল