এই প্রশিক্ষণ শিবিরে আইটিবিপি আধিকারিক এবং সৈনিকরা অংশগ্রহণ করেন। সবমিলিয়ে ৫৯ জন সৈনিক এবং অফিসাররা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেন। এদিন সকাল থেকেই এই প্রশিক্ষণ শিবিরে ব্যস্ততা ছিল চূড়ান্তভাবে। এই প্রশিক্ষণ শিবিরে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান আয়োজন করে কাঁদিপুর বিওপির ক্যাম্পেI এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরেI আইটিবিপির সেনাদের বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যায় এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতেI
advertisement
আরও পড়ুন: কম খরচে তিনগুণ উপার্জন! দুর্গাপুরের চাষিরা সস্তার ড্রাই ফ্রুট চাষেই লাভ করছেন প্রচুর টাকা
নদিয়ার এই প্রশিক্ষণ শিবির ৭ নভেম্বর পর্যন্ত হবে বলে খবর বিএসএফ সূত্রেI আইটিবিপি অফিসার আমাদের ক্যামেরার সামনে বিএসএফে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেনট সুজিত কুমারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, যিনি এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেনl
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আইটিবিপি আধিকারিক দেবাশীষ রায় জানান, “এই মৌমাছি প্রতিপালন দু’দিকেই সুবিধা রয়েছে। এর আগেও জেলায় একাধিকবার মৌমাছি প্রতিপালনের পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষদের। এই মৌমাছি সীমান্তের কাঁটাতারে প্রতিপালন করা হলে একদিকে যেমন চোরাচালান কারবারিদের বাড়বাড়ন্ত থেকে বেশ কিছুটা রেহাই পাওয়া যায়, তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার প্রত্যন্ত গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার একটি নতুন রাস্তা খুলে যায়।”





