বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আঁচ যাতে এপারে এসে না পড়ে তার জন্য সীমান্তে সর্বক্ষণ কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কড়া প্রহরীর ন্যয় সতর্ক আছে। বাংলাদেশের ঘটনার কোনরকম আঁচ ও অনুপ্রবেশের প্রভাব যাতে এপারে না পৌঁছয় তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। ঘোজাডাঙা চেকপোস্টের কাছে ছয়টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা লাগান হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষ যাতায়াত করছেন তাদের উপর কড়া নজরদারি চালানো হবে এই ক্যামেরার সাহায্যে।
advertisement
আরও পড়ুন: আরামবাগের শিক্ষক শুশুনিয়া পাহাড়ের যা করলেন তাতে অবাক সবাই!
রাতের অন্ধকারে যা চকচকে সেই সবকিছুরই ছবি দেখা যাবে এই ক্যামেরার সাহায্যে। নাইট ভিশন এই ক্যামেরার সাহায্যে খুব সহজেই রাতের অন্ধকারে যাতায়াতকারীদের উপর নজরদারি চালানো যাবে। ঘোজাডাঙা চেকপোস্টে চলছে কড়া নজরদারি ও চেকিং।
জুলফিকার মোল্যা