TRENDING:

Brutal Fun: ইনকাদের নৃশংসতা আজও যায়নি, স্রেফ মজার জন্য লোহার তিরে বিদ্ধ ষাঁড়!

Last Updated:

দু'দিন আগে পানাগড় বাজারের রেলপাড় এলাকায় একটি ষাঁড়ের পিঠে তির মেরে তাকে আহত করে এলাকারই কয়েকজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: অপরাধের শাস্তি হিসেবেম ধ্যযুগে ইনকার সভ্যতায় নাকি মানুষের হৃৎপিণ্ড খুবলে বের করে নেওয়া হত! যুগ বদলালেও সেই নৃশংসতা আজও অনেকের মন থেকে মুছে যায়নি। আর তাই বোধহয় স্রেফ মজা করার জন্য অবলা ষাঁড়কে লোহার তিরে বিদ্ধ করে দু’দিন ফেলে রাখা হল। এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে পানাগড়ে।
ষাঁড়ের পিঠ থেকে এই তীরটি বের করা হয়েছে। (ইনসেটে)
ষাঁড়ের পিঠ থেকে এই তীরটি বের করা হয়েছে। (ইনসেটে)
advertisement

আরও পড়ুন: রাম মন্দিরে এ কী ঘটল! ছুটে যেতে হল পুলিশকে

দু’দিন আগে পানাগড় বাজারের রেলপাড় এলাকায় একটি ষাঁড়ের পিঠে তির মেরে তাকে আহত করে এলাকারই কয়েকজন। এরপর গত দু’দিন ধরে ওই অবস্থায় রেলপাড়ে একটি ফাঁকা জায়গায় যন্ত্রণাবিদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই ষাঁড়টিকে।

স্থানীয় কয়েকজন ষাঁড়টিকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। তার পিঠ থেকে ওই তিরটি বার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা কারোর সাহসে কুলোয়নি। শেষে স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম বাউড়ি ও এলাকার বাসিন্দা জয়ব্রত বৈদ্যকে বিষয়টি জানানো হয়। তাঁরা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন। বিষয়টি কাঁকসা থানায় জানানো হয়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরপর পুলিশ এবং এলাকার বাসিন্দারের সহযোগিতায় ওই ষাঁড়ের পিঠ থেকে তিরটি বার করা হয়। তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলে। আপাতত অসুস্থ ষাঁড়টিকে এলাকারই একজনের বাড়িতে রাখা হয়েছে, সুস্থ হলে তাকে আবার ছেড়ে দেওয়া হবে।

নয়ন ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Brutal Fun: ইনকাদের নৃশংসতা আজও যায়নি, স্রেফ মজার জন্য লোহার তিরে বিদ্ধ ষাঁড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল