আরও পড়ুন: রাম মন্দিরে এ কী ঘটল! ছুটে যেতে হল পুলিশকে
দু’দিন আগে পানাগড় বাজারের রেলপাড় এলাকায় একটি ষাঁড়ের পিঠে তির মেরে তাকে আহত করে এলাকারই কয়েকজন। এরপর গত দু’দিন ধরে ওই অবস্থায় রেলপাড়ে একটি ফাঁকা জায়গায় যন্ত্রণাবিদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই ষাঁড়টিকে।
স্থানীয় কয়েকজন ষাঁড়টিকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। তার পিঠ থেকে ওই তিরটি বার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা কারোর সাহসে কুলোয়নি। শেষে স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম বাউড়ি ও এলাকার বাসিন্দা জয়ব্রত বৈদ্যকে বিষয়টি জানানো হয়। তাঁরা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন। বিষয়টি কাঁকসা থানায় জানানো হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এরপর পুলিশ এবং এলাকার বাসিন্দারের সহযোগিতায় ওই ষাঁড়ের পিঠ থেকে তিরটি বার করা হয়। তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলে। আপাতত অসুস্থ ষাঁড়টিকে এলাকারই একজনের বাড়িতে রাখা হয়েছে, সুস্থ হলে তাকে আবার ছেড়ে দেওয়া হবে।
নয়ন ঘোষ