Ram Mandir Theft: রাম মন্দিরে এ কী ঘটল! ছুটে যেতে হল পুলিশকে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
গত ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয় রাম মন্দিরের। সেই ঘটনাকে ঘিরে এখনও আবেগের স্রোতে ভাসছে দেশের বিপুল সংখ্যক মানুষ। এরই মধ্যে হাওড়ার একটি রাম মন্দিরে ঘটল চুরি
হাওড়া: রাম মন্দিরে এ কী কেলেঙ্কারি! সামাল দিতে শেষ পর্যন্ত ছুটে আসতে হল পুলিশকে। সব দেখে দুঃখে মন খারাপ ভক্তদের। কে এমনটা করল বুঝে উঠতে পারছেন না কেউ। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার কদিনের মধ্যেই বাংলার রাম মন্দিরে কিনা চুরি!
গত ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয় রাম মন্দিরের। সেই ঘটনাকে ঘিরে এখনও আবেগের স্রোতে ভাসছে দেশের বিপুল সংখ্যক মানুষ। এরই মধ্যে হাওড়ার একটি রাম মন্দিরে ঘটল চুরি! মন্দিরের তালা ভেঙে বেশ কিছু জিনিস নিয়ে যায় চোর। সকালে উঠে সেই দৃশ্য দেখে রীতিমত হতভম্ব এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের নারকেলডাঙার এক রাম মন্দিরে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে শ্যামপুরের এই রাম মন্দিরে গত কয়েক দিন ধরে ভক্তদের ঢল নামে, নিয়মিত পুজোপাঠ চলছে। ফলে দক্ষিণার বাক্সেও জমা হচ্ছিল মোটা টাকা। কিন্তু রাতের অন্ধকারে সেখানেই হানা দেয় চোর। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, মন্দিরের পিতলের ঘন্টা সহ বহু গুরুত্বপূর্ণ পিতলের সামগ্রী খোয়া গিয়েছে। সেইসঙ্গে প্রণামীর বাক্সে থাকা কয়েক হাজার নগদ টাকাও নিয়ে গিয়ে চেয়ে চোর। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তাঁদের দাবি, অবিলম্বে চোরদের গ্রেফতার করতে হবে। পরিস্থিতির সামাল দিতে ছুটে আসে শ্যামপুর থানার পুলিশ।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 12:04 PM IST