আরও পড়ুন: অসময়ের রান্নাপুজো! রাস্তার দু’ধারে কয়েকশো উনুনে পুকুরের জল দিয়ে হচ্ছে রান্না
স্থানীয় সূত্রে খবর, রাজ্য সড়ক থেকে পার্বতীপুর গ্রামে প্রবেশ করতে গেলে একটি খাল পারাপার করতে হয়। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল খালের উপর একটি পাকা সেতু নির্মাণের। গ্রামবাসীদের দাবি মেনে কিছু দিন আগেই শুরু হয় সেতু নির্মাণের কাজ। মঙ্গলবার সেই সেতু ঢালাইয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় সেতুর একাংশ।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, সেতু ঢালাইয়ের জন্য কোনও লোহার রড ব্যবহার করা হয়নি, শুধু সিমেন্ট ও বালি দিয়েই ঢালাই হচ্ছিল সেতু। ফলে নির্মাণ হওয়ার আগেই সেতুর একাংশ ভেঙে পড়ে। তাঁদের আরও অভিযোগ, জেলা পরিষদের তরফ থেকে এই সেতু নির্মাণ করা হলেও কাজের বিবরণ দিয়ে বোর্ড লাগানো হয়নি। ফলে এলাকার মানুষ জানতেই পারছে না কত টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হচ্ছে বা সেতুর নির্দিষ্ট পরিমাপ কত?
গ্রামবাসীদের দাবি প্রকল্প ব্যয় ও সেতুর নির্দিষ্ট মাপ কত তা সাধরণ মানুষকে জানাতে অবিলম্বে বোর্ড লাগাতে হবে এবং পুনরায় সঠিক সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সেতু নির্মাণের কাজ। যদিও নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ার তন্ময় মণ্ডল। তিনি জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে পাশপাশি গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখে তা মানা হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অন্যদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বাবলু ঘোষ। তিনি জানান, এটা জেলা পরিষদের তরফ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হচ্ছে।গ্রামবাসীদের দাবি মানা হবে। কাজটি যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখা হবে।
রাহী হালদার





