আরও পড়ুন: পর্যটনের মরশুমে চোখ রাঙাচ্ছে এই জন্তু
স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩২ মিটারের সেতুটি সংস্কারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। দ্রুত সেই কাজ শেষ হবে। সেতুর এপারে মামুদপুর আর ওপারে সনেকপুর। বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াতের একমাত্র মাধ্যম এই কাঠের সেতুটি। বেহাল এই সাঁকো দিয়েই আতঙ্কের মধ্যেই স্কুল পড়ুয়ারা পারাপার হতে হচ্ছিল। বেহাল সাঁকোর খবর সম্প্রচারের পর টনক নড়ে প্রশাসনের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেতু মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়ে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মোটা শক্ত কাঠ দিয়ে সংস্কার করা হচ্ছে সেতু, যা ব্যবহার করে আরও বেশ কিছু বছর নিশ্চিন্তে চলাচল করতে পারবে এলাকার মানুষ, এমনই দাবি স্থানীয় প্রশাসনের। ফলে কিছুটা হলেও স্বস্তি বিস্তীর্ণ এলাকার মানুষদের। তবে স্থানীয় মানুষরা জানান, কাঠ দিয়ে এই সেতু সংস্কারের বদলে পাকা কংক্রিটের সেতু করে দিলে আরও বেশি সুবিধা হত মানুষের।
রুদ্রনারায়ণ রায়