তবে স্থানীয়দের দাবি যতগুলি ইট দেওয়ার কথা সেই ইট দেওয়া হচ্ছে না। ফলে বাঁধ শক্তিশালী হবে বলে মনে হচ্ছে না। এই এলাকায় নদী বাঁধ শক্তিশালী করতে বাঁশ দিয়ে খাঁচা করে প্রতি খাঁচার মধ্যে ৪০ খানা ইট দিয়ে তিনটি খাঁচায় একত্রিত করে নদী বাঁধ সংস্কার করা হচ্ছিল। এইরকম খাঁচা তৈরি হবে ২৪০ টি। তবে স্থানীয়দের দাবি এই খাঁচার মধ্যে ইট কম দেওয়া হচ্ছে। ফলে বাঁধ শক্তিশালী হবে না। তবে এইরকম হচ্ছে না বলে জানিয়েছেন বাঁধ প্রস্ততকারকরা।
advertisement
আরও পড়ুন: ৫০ কিমি বেগে ঝড়, তুমুল বৃষ্টি…! কতক্ষণ চলবে তাণ্ডব, যা জানাচ্ছে আবহাওয়া দফতর
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকার দেবব্রত জানা নামের স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইট কম দেওয়া হচ্ছে। খাঁচার মধ্যে ইট শুনলেই বোঝা যাচ্ছে। এর ফলে বাঁধটাই শক্তিশালী হবে না। এ নিয়ে ভক্তহরি দাস নামের নৌকার মাঝি জানিয়েছেন, নৌকায় করে ইট আনা হচ্ছে। কাজটাও কষ্টসাধ্য। তবে একটু আধটু সমস্যা হলেও কাজ ঠিকভাবেই চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কিছুটা হলেও হতাশ। এরকম হলে আবারও নদীবাঁধ ভাঙবে। ফলে নতুন করে প্লাবিত হতে পারে এলাকা। তবে তেমন কিছুই হবে না বলে জানিয়েছেন এই বাঁধ প্রস্তুতকারকরা।
নবাব মল্লিক