স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে খেলতে খেলতে মেরাজ একটি বাড়ির সামনের গেটের কাছে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়েছিল আরও বেশ কয়েকজন শিশু। অনেকেই পিলারটি ধরেছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ করেই বাড়ির সামনের পুরনো এবং দুর্বল পিলারটি ভেঙে মেরাজের মাথার উপর পড়ে যায়। চাপা পড়ে বালক। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। রক্তে ভেসে যায় ছোট্ট শরীরটা।
advertisement
স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয় মেরাজের। মুহূর্তের মধ্যেই ছেলেটির পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের আর্তনাদে শোকস্তব্ধ হয়ে পড়ে বোগদাদনগর এলাকা। এমন মর্মান্তিক এবং আকস্মিক মৃত্যুতে বালকের বন্ধুবান্ধব এবং স্থানীয় সহপাঠীরাও কান্নায় ভেঙে পড়ে।
আরও পড়ুনঃ ইসলামপুরে নির্মীয়মাণ ভবন থেকে পচা দুর্গন্ধ, স্থানীয়রা উদ্ধার করল মৃতদেহ! যুবকের নাম, পরিচয় অজানা
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পিলারটি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মাত্র ১৩ বছরের এক শিশুর এইভাবে অকালে চলে যাওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। স্তব্ধ প্রতিবেশীরাও। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।
