Bomb Recovery: বোমা উদ্ধারে থানায়-থানায় পোস্টার! ব্যাস, তারপরেই খেলা শুরু, মুর্শিদাবাদের আনাচ কানাচ থেকে বিপুল তাজা বোমার সন্ধান

Last Updated:

Bomb Recovery: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার করতে পুলিশের অভিনব পদক্ষেপ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে প্রত্যেকটি থানায় লাগানো হল পোস্টার। ব্যাস তারপরেই শুরু হল খেলা। উদ্ধার কাঁড়ি কাঁড়ি তাজা বোমা।

বোমা উদ্ধার করতে মুর্শিদাবাদ জেলা পুলিশের অভিনব পদক্ষেপ
বোমা উদ্ধার করতে মুর্শিদাবাদ জেলা পুলিশের অভিনব পদক্ষেপ
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলাতে বোমা উদ্ধার করতে পুলিশের অভিনব উদ্যোগ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে প্রত্যেকটি থানায় লাগানো হল পোস্টার। তাতে লেখা রয়েছে এতদ্বারা মুর্শিদাবাদ পুলিশ জেলার সকলকে জানানো যাচ্ছে যে, যদি কেউ বোম ও বোমা বিস্ফোরক পদার্থ সম্বন্ধীয় বা তার সঙ্গে জড়িত কোন ব্যক্তির খবর অথবা সন্ধান পান তাহলে তৎক্ষণাৎ এই নম্বরে যোগাযোগ করুন (9144455518)। যে ব্যক্তি খবর দেবেন তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকবে। তথ্য প্রদানকারী ব্যক্তিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে। তারপরেই জেলা জুড়ে তিনটি থানায় বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার, গ্রেফতার চার যুবক।
পুলিশ সুত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলার লালগোলা, ভগবানগোলা ও ডোমকলে গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে তিনটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করেছে। মুর্শিদাবাদের লালগোলায় একটি বাড়িতে দুটি ব্যাগে প্রায় আটটি তাজা বোমা উদ্ধার এবং গ্রেফতার হয় দুই যুবক। পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগোলায় একটি বাড়ির ছাদে একটি ব্যাগ থেকে প্রায় ৮ থেকে ১০টি তাজা বোমা উদ্ধার হয়, গ্রেফতার দুই যুবক। এছাড়া মুর্শিদাবাদের ডোমকলে একটি জারে প্রায় দশটি তাজা বোমা উদ্ধার। মোট তিনটি জায়গায় থেকে প্রায় ২৮টি তাজা বোমা উদ্ধার হয়েছে। চারজন গ্রেফতার।
advertisement
advertisement
উদ্ধার হওয়া তাজা বোমা
উদ্ধার হওয়া তাজা বোমা
এদিন গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্ব এএসআই প্রিয়তোষ দাস পুলিশের একটি টিম নিয়ে বাউসমারী গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িতে তল্লাশি চালিয়ে দুটো লাইলনের ব্যাগের মধ্যে থেকে মোট ৮টি তাজা বোমা উদ্ধার করে। সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দুই যুবকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম প্রসেনজিৎ মন্ডল (২০), বিশ্বজিৎ মন্ডল (২৪)। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বাউসমারি গ্রামে। উভয়ের পিতা কৃষ্ণ মন্ডল। ধৃতরা সম্পর্কে দুই ভাই। থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। আজ ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে।
advertisement
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল গঙ্গা উৎসব ২০২৫, মাতৃসম নদীকে পরিষ্কারের ডাক, জানুন দিনটির বিশেষত্ব
পাশাপাশি, এদিনই গোপন সুত্র খবর পেয়ে  ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে পুলিশর একটি টিম ভগবানগোলার খুলারপুকুর পশ্চিম হাজিপাড়া এলাকায় একটি বাড়ির ছাদ থেকে ব্যাগভর্তি সকেট বোমা উদ্ধার হয়। ব্যাগে প্রায় ৮-১০টি সকেট বোমা আছে বলে পুলিশের অনুমান। ঘটনার পর বাড়ির মালিক আহমুদ জামাল পলাতক। তার দুই ছেলে মাতিন শেখ ও আদিল শেখকে গ্রফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়া, ডোমকলে একটি জারে প্রায় ৮-১০টি সকেট বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ডোমকল থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের করিগারপাড়া গ্রামের মাঠে একটি অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের পাত্রে ৮-১০টি সকেট বোম উদ্ধার করেছে।
advertisement
তিনটি থানা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার হওয়ার পর তা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। কী উদ্দেশ্য বোমাগুলো মজুত করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bomb Recovery: বোমা উদ্ধারে থানায়-থানায় পোস্টার! ব্যাস, তারপরেই খেলা শুরু, মুর্শিদাবাদের আনাচ কানাচ থেকে বিপুল তাজা বোমার সন্ধান
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement