Cannabis: হাওড়ার লোকালয়ে নিঃশব্দে গাঁজা চাষ! পরিবেশ সংগঠনের আচমকা হানায় পর্দা ফাঁস, নিষিদ্ধ মাদক সমূলে কেটে ঢালা হল কেমিক্যাল
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Cannabis: প্রশাসনকে লুকিয়ে নিঃশব্দে হাওড়ার লোকালয়ে হচ্ছে গাঁজা চাষ। স্থানীয় পরিবেশ সংগঠন অভিযান চালিয়ে সমূলে উৎখাত করল নিষিদ্ধ মাদক গাছ। গোড়ায় কেমিক্যাল দিয়ে নষ্ট করা হল। কেটে ফেলা গাঁজা গাছ জমা পড়ল আমতা থানায়।
খড়িয়প, হাওড়া, রাকেশ মাইতি: সামাজিক পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ গাঁজা গাছ নিধনের উদ্যোগ নিল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও ডট ফাউন্ডেশন। প্রায়ই গাঁজা পাচার রুখতে পুলিশের তৎপরতা দেখা যায়। কিন্তু তারপরেও গ্রামাঞ্চলে বিভিন্ন বসতি এলাকায় গাঁজা গাছ লাগাতে দেখা যায় বহুস্থানে। আর এই প্রবণতা একটু একটু করে সমাজকে কলুষিত করছে। তা রুখতেই স্থানীয় পরিবেশ সংগঠনের বিশেষ উদ্যোগ।
গাঁজা একটি নিষিদ্ধ গাছ, একে লোকালয়ে চাষ করা কোনভাবেই উচিৎ না। কিন্তু হাওড়া জেলার বিভিন্ন এলাকায় গাঁজা গাছ লাগিয়ে চাষ করতে দেখা যায়। লোকালয়ে প্রশাসনের নজর এড়িয়েই করা হয় এমন বেআইনি কাজ। সেই রকমই একটি খবর পেয়ে অভিযান চালানো হয়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল গঙ্গা উৎসব ২০২৫, মাতৃসম নদীকে পরিষ্কারের ডাক, জানুন দিনটির বিশেষত্ব
পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের সঙ্গী বা সাথী সংগঠন ডট ফাউন্ডেশনের কাছে খবর পৌঁছয় খড়িয়প দুর্গাতলায় একটি বসতি এলাকায় বেড়ে উঠেছে গাঁজা গাছ। গাঁজা কাছের শুটি পাতা বা ডালের আঠালো কষ দিয়ে তৈরি হয় চরস, ভাঙ, গাঁজার নানা রকম নিষিদ্ধ মাদক দ্রব্য। তাই এলাকায় এধরণের নিষিদ্ধ গাছ বেড়ে ওঠাকে কখনোই মেনে নিতে পারেননি দীর্ঘদিন মাদক নিয়ে কাজ করা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই মহাশয়া।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে রেশনের চাল বোঝাই লরি! রাস্তায় ছড়িয়ে বস্তা, আনা হল ক্রেন, ঘটনাস্থলের ছবি দেখুন
আমতা ইউনিটের কোঅর্ডিনেটর তথা ডট ফাউন্ডেশনের কর্ণধার দীপঙ্কর পোড়েল সকলকে নিয়ে হাজির হন এদিন ওই স্থানে। তিনি খবর দেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসেও। এসডিপিও দফতরের পরামর্শে ডট ফাউন্ডেশনের সদস্য তথা প্রাণী ও উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা শিক্ষক কুন্তল মুখার্জী অভিযানে নেতৃত্ব দেন। উপস্থিত হন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই ও কোষাধ্যক্ষ সায়ন দে। উপস্থিত ছিলেন অনেক ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ। গাঁজা গাছ দুটিকে কেটে একেবাড়ে গোড়ায় কেমিক্যাল দিয়ে নষ্ট করে দেওয়া হয়। এবং এলাকায় গাঁজা গাছের ক্ষতির বিষয়টা বোঝানো হয়। স্থানীয় মানুষ জানায়, তারা গাঁজা গাছ চেনে না তাই এটা বেড়ে উঠেছে সকলের অজান্তে। কে বা কারা এই গাছ এখানে লাগিয়ে গিয়েছে সে ব্যাপারেও তারা অবহিত নন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে যেভাবে পরিবেশকর্মীরা উদ্যোগী হয়ে গাঁজা গাছ নিধনে এগিয়ে এসেছেন তা খুবই ইতিবাচক। সামাজিক পরিবেশ রক্ষায় মাদক দ্রব্যের সরবরাহ রোধে এবং নিষিদ্ধ মাদকদ্রব্যের চোরাচালান বন্ধে ও সেবনের প্রবণতা কমাতে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আরও বৃহত্তর আন্দোলন ও পদক্ষেপ নেবে বলে জানান কল্যানী পালুই। পুলিশ প্রশাসনের পদক্ষেপও সদর্থক তাই তাদেরও ধন্যবাদ জানান দীপঙ্কর পোড়েল সায়ন দে ও কুন্তল মুখার্জীরা। অবশেষে গাঁজা গাছগুলিকে উৎখাত করে আমতা থানায় জমা দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
November 04, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cannabis: হাওড়ার লোকালয়ে নিঃশব্দে গাঁজা চাষ! পরিবেশ সংগঠনের আচমকা হানায় পর্দা ফাঁস, নিষিদ্ধ মাদক সমূলে কেটে ঢালা হল কেমিক্যাল

