‘জলে কুমির ডাঙায় বাঘ’ এই এই অতি প্রচলিত প্রবাদ বাক্যকে উপেক্ষা করেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নদী জঙ্গলে মাছ কাঁকড়া ধরে কিংবা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন অধিকাংশ সুন্দরবনবাসী। আর এবারে অভিনব পথ দেখাল কুলতলির মইপিঠের ভুবনেশ্বরীর ৫২ জন মৌলি পরিবার। বাঘের হামলার সম্মুখীন না হয়েই তারা সুন্দরবনের মধু সংগ্রহ করছেন ও তা বিক্রি করে বছরে আয় করছেন লক্ষ লক্ষ টাকা।
advertisement
জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ না করে তারা বনি ক্যাম্প, চুলকাঠি ও কলস দ্বীপের সংরক্ষিত এলাকায় সুন্দরবনের প্রাকৃতিক মধু সংগ্রহ করার কাজ শুরু করেন। সুন্দরবনের খলশে, তোরা, বাণী, কেওড়া ও গড়ান সহ বিভিন্ন ম্যানগ্রোভ গাছের ফুলের মধু, যা সর্দি, কাশি থেকে শুরু করে কাটা ও পোড়ায় অনিবার্য ওষুধ বলেই দাবি করছেন সুন্দরবনের মৌলেরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরীক্ষা-নিরীক্ষার পর ৫২ টি মৌলে পরিবারের তৈরি হওয়া সমবায় সমিতির বনফুল মধুকেই সিলেক্ট করেছিল কেন্দ্রীয় সরকার। আর এরপরেই সুন্দরবনের মধুর চাহিদা বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ। তাদের ব্র্যান্ড ভ্যালুও বেড়ে গিয়েছে। এই মধু বিক্রি করে এখন প্রতিবছর লক্ষ লক্ষ টাকা আয় করছেন মৌলে পরিবারগুলি।
সুমন সাহা