South 24 Parganas News: হাতানো টাকা ভোগ করতে পারছে না প্রতারকরা! সুন্দরবন পুলিশের দুর্দান্ত সাফল্য, হাঁফ ছেড়ে বাঁচছেন বাসিন্দারা

Last Updated:

South 24 Parganas News: এবার সাইবার জালিয়াতদের ধরতে আরও সক্রিয় হল সুন্দরবন পুলিশ জেলা। গত এক মাসে অভিযোগকারীদের টাকা ফেরত দিতে শুরু করেছে পুলিশ।

প্রতারিতদের টাকা ফেরাচ্ছে পুলিশ
প্রতারিতদের টাকা ফেরাচ্ছে পুলিশ
কাকদ্বীপ: এবার সাইবার জালিয়াতদের ধরতে আরও সক্রিয় হল সুন্দরবন পুলিশ জেলা। গত এক মাসে অভিযোগকারীদের টাকা ফেরত দিতে শুরু করেছে পুলিশ। এই ঘটনায় খুশি সকলেই। বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে আনা হচ্ছে টাকা।
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট জানান, “সাধারণ মানুষ অনেকসময় না বুঝে ফাঁদে পা দেন। এই ধরণের প্রতরণা রুখতে আমরা সতর্ক আছি। কিন্তু মানুষকেও সতর্ক থাকতে হবে। অপরিচিত নম্বর থেকে ফোন বা সন্দেহজনক বার্তার কেউ জবাব দেবেন না।”
advertisement
advertisement
সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার তদন্তেই আসছে সাফল্য। অনলাইন প্রতারণার মাধ্যমে এই টাকা হাতানো হচ্ছে। জাতীয় সাইবার অভিযোগ পোর্টালে অভিযোগ নথিভুক্ত হচ্ছে। মোবাইলে ওটিপি আসার পর সেই তথ্য শেয়ার করতেই উধাও হয়ে যাচ্ছে টাকা। সেই টাকা ফিরিয়ে আনছে পুলিশ। ফলে খুশি সকলেই। সম্প্রতি কালিপদ গায়েন নামের এক ব্যক্তির প্রায় ৭০ হাজার টাকা ফেরান হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও আরও তিন ব্যক্তির টাকা ফেরান হয়েছে। তদন্তকারী অফিসাররা লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিতে পারছেন এবং টাকাও উদ্ধার হচ্ছে। এর ফলে ভবিষ্যতে এই পুলিশ জেলায় সাইবার প্রতরণার হার কমবে বলে মনে করা হচ্ছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হাতানো টাকা ভোগ করতে পারছে না প্রতারকরা! সুন্দরবন পুলিশের দুর্দান্ত সাফল্য, হাঁফ ছেড়ে বাঁচছেন বাসিন্দারা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement