বান্টি ও বাবলির মতো এক দম্পতি ঘটাচ্ছে এমনই কাণ্ড। একই গাড়ি একাধিক ব্যক্তিকে বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে ইতিমধ্যেই মহিলাকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। এদিন তাকে বনগাঁ থানার শক্তিগড় থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম অঙ্কিতা ঘোষ। বাড়ি বনগাঁ থানার শক্তিগড়ে।
প্রতারিত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত মহিলা ও তার স্বামী গাড়ি কেনাবেচার একটি দালালচক্রের সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুরনো গাড়ি কিনে গাড়ি বিক্রি করে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে।
advertisement
সম্প্রতি বনগাঁর এক ব্যক্তি ওই দম্পতির কাছ থেকে একটি বাইক কেনে। অভিযোগ, সেই গাড়িটির রেজিস্ট্রেশন করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে গাড়িটি নিয়ে ফের অন্য আরেক ব্যক্তিকে চড়া দামে বিক্রি করে দেয় বাইকটি। পরে অভিযোগকারী ওই ব্যক্তি বাইকটি নিতে এসে ঘটনার কথা জানতে পেরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন- মঙ্গলবার অঘ্রাণের সংক্রান্তিতে ইতুপুজোর উদযাপন, কৃষিপার্বণের সমাপন পালিত হবে ঘরে ঘরে
ঘটনা তদন্ত নেমে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে পাশাপাশি এই চক্রের সঙ্গে কারা যুক্ত তাদের সন্ধান শুরু করেছে। তবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আরো সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।






