আরও পড়ুন: দেশের সবচেয়ে নোংরা শহর কোনটা জানেন? রাজ্যের এক শহর, নাম দেখলে আকাশ থেকে পড়বেন
প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে মেইল এল, তা খতিয়ে দেখছে পুলিশ। মেল পাওয়ায় পরেই স্কুল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুলে ছাত্রীছাত্রীরা কোন আতঙ্ক না ছড়ায় সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছিল।
advertisement
স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে স্কুল থেকে বেরিয়ে গেলে স্কুলে আসে পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, স্কুল চত্বর ফাঁকা করে দেওয়া হয়। যদিও এ ব্যাপারে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গত বছর ঠিক এই ধরনের একটি মেইলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। তবে এটা ভুয়ো মেইল কিনা তা পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্কুলের প্রতিটি কোনায় কোনায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে, কোন আইডি ধরে এই মেল এসছে তাও কিন্তু তদন্ত করে চিহ্নিত করার চেষ্টা চলছে।