TRENDING:

West Bengal News: ট্রেনের কামরায় পরিত্যক্ত ব্যাগের মধ্যে কী? কাটোয়া-জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক

Last Updated:

West Bengal News: ট্রেনের বগিতে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্কের ফলে আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জারও ছাড়তে অনেক দেরি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটোয়া: ট্রেনের কামরায় পরিত্যক্ত ব্যাগকে ঘিরে কাটোয়া (Katwa) স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে পিছনের বগিটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়। রেল পুলিশ ফাঁকা বগিটি পাহারা দেয়। যাত্রীদের কাউকে ২ নম্বর প্লাটফর্মের পিছন দিক দিয়ে যেতে দেওয়া হচ্ছিল না। ট্রেনের বগিতে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্কের ফলে আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জারও ছাড়তে অনেক দেরি হয় (West Bengal News)।
শুক্রবার হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে হয়েছে, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।
শুক্রবার হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে হয়েছে, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।
advertisement

এদিন বেলা সাড়ে দশটা নাগাদ ০৩০৬২ কাটোয়া-আজিমগঞ্জ ডাউন প্যাসেঞ্জার কাটোয়া স্টেশনে পৌঁছানোর পর ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। গাড়ির চালক বেলা সাড়ে এগারোটা নাগাদ পিছনের দিকে একটি ফাঁকা বগিতে একটি নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেয়। কাটোয়া রেলপুলিশ প্রাথমিক ভাবে মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগটিকে পরীক্ষা করলে ধাতব বস্তু থাকার ইঙ্গিত পায় বলে পুলিশ সূত্রে জানা যায়। বোম জাতীয় কিছু আছে এই অনুমান করেই রেলপুলিশ দুর্গাপুরে বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়।

advertisement

আরও পড়ুন: জন্মদিনের অনুষ্ঠানে গিয়েই সর্বনাশ! মালদহে নাবালিকার সঙ্গে নৃশংস ঘটনা

আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২ নম্বর প্লাটফর্মে যাত্রীদের চলাফেরা নিয়ন্ত্রণ করে দেওয়া হয়। বেলা দুটোর সময় ট্রেনটি আপ আজিমগঞ্জ হয়ে কাটোয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বোমাতঙ্কের জেরে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। ফাঁকা বগিটি আলাদা করে কারশেডে নিয়ে যাওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ট্রেনের কামরায় পরিত্যক্ত ব্যাগের মধ্যে কী? কাটোয়া-জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল