এদিন বেলা সাড়ে দশটা নাগাদ ০৩০৬২ কাটোয়া-আজিমগঞ্জ ডাউন প্যাসেঞ্জার কাটোয়া স্টেশনে পৌঁছানোর পর ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। গাড়ির চালক বেলা সাড়ে এগারোটা নাগাদ পিছনের দিকে একটি ফাঁকা বগিতে একটি নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেয়। কাটোয়া রেলপুলিশ প্রাথমিক ভাবে মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগটিকে পরীক্ষা করলে ধাতব বস্তু থাকার ইঙ্গিত পায় বলে পুলিশ সূত্রে জানা যায়। বোম জাতীয় কিছু আছে এই অনুমান করেই রেলপুলিশ দুর্গাপুরে বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়।
advertisement
আরও পড়ুন: জন্মদিনের অনুষ্ঠানে গিয়েই সর্বনাশ! মালদহে নাবালিকার সঙ্গে নৃশংস ঘটনা
আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা
২ নম্বর প্লাটফর্মে যাত্রীদের চলাফেরা নিয়ন্ত্রণ করে দেওয়া হয়। বেলা দুটোর সময় ট্রেনটি আপ আজিমগঞ্জ হয়ে কাটোয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বোমাতঙ্কের জেরে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। ফাঁকা বগিটি আলাদা করে কারশেডে নিয়ে যাওয়া হয়।