মঙ্গলবার সকাল থেকেই বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের আবহাওয়ায় ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। আর এই ভ্যাপসা গরমেই নাজেহাল অবস্থা হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের।
আরও পড়ুন: ভুলে যাবেন মুরগি-মাটন! শুধু পাতে থাকতে হবে বাঁকুড়ার ‘এই’ ছাতু, পাবেন কয়েকটা দিন, জানুন দাম
advertisement
বীরভূমের শ্রীনিকেতন আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। তবে অনুভূতি ৪০ ডিগ্রির মতো। মঙ্গলবার ছাড়াও বুধবার ও বৃহস্পতিবার একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাবে বোলপুর শান্তিনিকেতনে। শুক্রবার থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিছুটা কমলেও আপাতত খুব একটা স্বস্তি মিলবে না বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: পাশাপাশি বাস-ট্রাক্টর, মুহূর্তে ঘটে গেল বিপত্তি! যুবকের হাত কেটে পড়ল রাস্তায়, তারপর…
এর পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। একইভাবে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও ঝোড়ো হওয়ার দেখা মিলতে পারে জেলার বিভিন্ন অংশে।
এমন আবহাওয়ায় বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসা সোদপুরের পর্যটক সোনালী দে জানিয়েছেন, গরমে হাঁসফাঁস অবস্থা। প্রচন্ড ঘাম হচ্ছে। গাড়িতে যাতায়াতের সময় কিছু বোঝা না গেলেও কোথাও দাঁড়ালেই ভাদ্র মাসের পচা গরম টের পাওয়া যাচ্ছে।