জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে মাছ ধরার জালে উঠে আসে একটি বিশাল আকারের পুরনো বো*মা। যে খবর পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। অন্যদিকে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন : বিসর্জনের শোভাযাত্রায় রণক্ষেত্র, পড়ল দেদার ইট, পাটকেল! রাস্তা নিয়ে বিবাদ, আহত ৫! ধুন্ধুমার কাণ্ড
advertisement
পাশাপাশি উদ্ধার হওয়া বস্তুটি সম্পর্কে সঠিক তথ্য পেতে বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। পুরো এলাকাটিও ঘিরে ফেলা হয়েছে। এলাকায় রয়েছে পুলিশের টহলদারি। পাশাপাশি, পরপর দুটি একই ধরনের জিনিস উদ্ধার হওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সকলে অনুমান করছেন, এই বো*মাগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের যু*দ্ধাস্ত্র হতে পারে, যা বহু বছর ধরে নদীর তলদেশে চাপা ছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার জেলেদের জালে উঠে আসে এই বিশাল বস্তুটি। জাল টানার ভারী কিছু উঠে আসছে বুঝতে পারেন তাঁরা। কিন্তু বিশাকার এই বো*মা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বো*মা উঠে এসেছিল। পানাগড় সেনা ছাউনি থেকে বিশেষজ্ঞদের দল গিয়ে গত বুধবারেই সেটি নিষ্ক্রিয় করে। কিন্তু বৃহস্পতিবার ফের সেই একই জিনিস উদ্ধার হল।
