শান্তিনিকেতনের হোটেল ও লজ-সহ বিভিন্ন ব্যবসায়ী মহলের দাবি, ট্রেন বাতিলের সরাসরি প্রভাব পড়েছে বোলপুর-শান্তিনিকেতনের পর্যটন-নির্ভর অর্থনীতিতে। বহু পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। মূলত খানা জংশনে কাজ চলায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন ২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বাতিল করেছিল পূর্ব রেল। কিছু এক্সপ্রেস ও মেল ট্রেন ঘুরপথে চলছে। এর ফলে গত কয়েক দিন ধরে বর্ধমান-রামপুরহাট সাহেবগঞ্জ লাইনে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকদের। বহু পর্যটক ট্রেনের সমস্যার কারণে হোটেলের আগাম বুকিং বাতিল করেছেন।
advertisement
সোনাঝুরি এলাকার একটি হোটেলের ম্যানেজার বিশ্বনাথ মন্ডল জানান, ‘প্রত্যেক বছর এই মরশুমে হোটেলে সম্পূর্ণ বুকিং থাকে। এ বারও অন্য বছরের মতো বুকিং ভাল হয়েছিল। কিন্তু এত সংখ্যক ট্রেন বাতিলের কারণে পর্যটকেরা ভয়ে বুকিং বাতিল করছেন।’ তাঁর দাবি, শুক্রবার, শনিবার ও রবিবার মিলিয়ে হোটেলে ২০-২২ টি ঘরের বুকিং বাতিল হয়েছে। এর ফলে ব্যবসা মার খাচ্ছে। একই কথা জানাচ্ছেন বোলপুরের একটি হোটেলের কর্মী। তিনি বলেন, ‘ডিসেম্বর থেকেই পর্যটন মরশুম শুরু হয় যা চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এ বার জাঁকিয়ে শীত পড়ায় ভেবেছিলাম প্রচুর পর্যটক আসবেন। কিন্তু, যে হারে বুকিং বাতিল হচ্ছে, তাতে চিন্তায় পড়েছি। কী ভাবে হোটেলের খরচ উঠবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।’ সোনাঝুরি হাটেও এ বার পর্যটক কম এসেছেন। ফলে সমস্যায় পড়েছেন হস্তশিল্পী থেকে শুরু করে ব্যবসায়ীরা। মাথায় হাত সকলের।






