উপরের ঘরে থাকেন তাদের ছেলেমেয়ে। নীচের ঘরের সামনে একটি মুদিখানার দোকান রয়েছে। শুক্রবার সকালে একটি প্যাসেজের মধ্যে ওই দুই বৃদ্ধ- বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম শম্ভুনাথ ঘোষ ও কল্পনা ঘোষ। তবে ওই দুই বৃদ্ধ-বৃদ্ধার কী ভাবে মৃত্যু হল, আদৌ আত্মহত্যা করলেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: শেষ বার আলিমুদ্দিনে বুদ্ধদেব, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বাম নেতা-কর্মী-সমর্থকরা
যদিও পরিবারের লোকজনের দাবি, দীর্ঘদিন ধরে রোগে ভোগার কারণেই তারা আত্মহত্যা করেছেন বলে তাঁদের অনুমান। তবে ওই আত্মহত্যার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে শোক নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।