TRENDING:

Bakkhali tornedo: সমুদ্রে টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা! উদ্ধার মৎস্যজীবীর নিথর দেহ

Last Updated:

Fisherman death: টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল শেষ মৎস্যজীবীর নিথর দেহ। মৃত মৎস্যজীবীর নাম পাদুরি দাস। বকখালি থেকে আরও গভীর সমুদ্রে ওই মৎস্যজীবীর দেহ ভাসছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: টর্ণেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল শেষ মৎস্যজীবীর নিথর দেহ। মৃত মৎস্যজীবীর নাম পাদুরি দাস। বকখালি থেকে আরও গভীরে সমুদ্রে ওই মৎস্যজীবীর দেহ ভাসছিল।
সাগরে ডুবন্ত ট্রলার 
সাগরে ডুবন্ত ট্রলার 
advertisement

ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ সেই দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বুধবার মৃতদেহেহের ময়নাতদন্ত করা হবে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালের মর্গে। এদিকে ট্রলারডুবির ঘটনায় ৮ মৎস্যজীবীর দেহ মিললেও পাদুরি দাসের দেহ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছিল ঘুমন্ত অবস্থায় ট্রলারের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে যায় ওই মৎস্যজীবী। তারপর ওই মৎস্যজীবীর সলিল সমাধি ঘটে।

advertisement

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি! পুজোর আগে নিন্মচাপের পূর্বাভাস, লাগাতার বৃষ্টির সম্ভাবনা গৌড়বঙ্গে

ফলে এক এক করে যখন দেহগুলি আসছিল। তখন পাদুরি দাসের দেহ না আসায় কান্নায় ভেঙে পড়েছিল ওই মৎস্যজীবীর পরিবারের লোকজন। বর্তমানে দেহ মিলতেই খবর দেওয়া হয়েছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যদের।

View More

আরও পড়ুন: সিকিম যাওয়ার পথে বড় বিপদ! পুজোর আগে বন্ধ বাংলা-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক

advertisement

উল্লেখ্য গত শুক্রবার ভোর রাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবি বি গোবিন্দ ট্রলার উল্টে যায়। সেই ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার হয় ট্রলারের কেবিন থেকে। মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। বাকি ৬ জনকে অবশ্য জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁরাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali tornedo: সমুদ্রে টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা! উদ্ধার মৎস্যজীবীর নিথর দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল