স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে রিয়া সাইকেল নিয়ে বেরিয়েছিল। তারপর বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও মেয়ে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোক। কিন্তু তারপরও খোঁজ মেলেনি। বাধ্য হয়ে পরিবার উলুবেড়িয়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
advertisement
পুলিশ এলাকায় পৌঁছে সেই রাতেই রিয়ার খোঁজ শুরু করে। পরিবারের লোকজন, স্থানীয় মানুষ এবং পুলিশ বহু খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে পায়নি রিয়াকে। এরপর বুধবার সকালে বাড়ি থেকে সামান্য দূরত্বে একটি পুকুরে রিয়ার নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় পুলিশে, উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা যায়, মৃত রিয়া প্রামানিক স্থানীয় যদুরবেড়িয়া বুনিয়াদি বেসিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে। এরপর বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে দেহ মেলে। পাশাপশি তার সাইকেলটিও উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






