আরও পড়ুন: উদয়পুরে মর্মান্তিক ঘটনা! আকন্ঠ মদ্যপান করে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে গেলেন যুবক
নিখোঁজদের নাম হল জয়ন্ত সর্দার ও বৃন্দাবন হালদার। পরের দিন থেকেই নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরিও নামানো হয়। এরপরেও নিখোঁজ দুজনের কোনও খোঁজ মেলেনি। সেদিন ভুটভুটির তিন কর্মী জলে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও, আটকে পড়েন জয়ন্ত ও বৃন্দাবন।
advertisement
আরও পড়ুন: কৃষকদের সব প্রশ্নের সমাধানে এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হল অডিও-ভিডিও প্রচার
পরের দিন পর্যটকদের নিয়ে এই ভুটভুটিটি সুন্দরবনে যাওয়ার কথা ছিল। জয়ন্ত ও বৃন্দাবন পর্যটকদের রান্নার কাজের জন্য সেখানে ছিলেন। আচমকা ঝড়ের কবলে পড়ে ভুটভুটি জলমগ্ন হয়ে পড়ে। সেই থেকেই খোঁজ চলছিল। বাসন্তী থানা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের লাগাতার প্রচেষ্টার ফলে ভুটভুটিকে কিছুটা উদ্ধার করা সম্ভব হয়। সকালে তার ভিতর থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। বিকেলে ভুটভুটিকে তীরে এনে সেখান থেকে আরও এক নিখোঁজের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ দুটি ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সুমন সাহা