Accident: উদয়পুরে মর্মান্তিক ঘটনা! আকন্ঠ মদ্যপান করে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে গেলেন যুবক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Accident: দিঘায় বেড়াতে এসে ওড়িশার উদয়পুর সৈকতে আকন্ঠ মদ্যপান করে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে যায় এক যুবক। দক্ষিণ চব্বিশ পরগনায় তাঁর বাড়ি। রবিবার বিকেলের ওই ঘটনার পরবর্তী সময় ওই যুবকের মৃতদেহ ভেসে ওঠে নিউ দিঘায়।
পঙ্কজ দাশ রথী, দিঘা: দিঘায় বেড়াতে এসে ওড়িশার উদয়পুর সৈকতে আকন্ঠ মদ্যপান করে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে যায় এক যুবক। দক্ষিণ চব্বিশ পরগনায় তাঁর বাড়ি। রবিবার বিকেলের ওই ঘটনার পরবর্তী সময় ওই যুবকের মৃতদেহ ভেসে ওঠে নিউ দিঘায়। দিঘা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসি দিঘা জেনারেল হাসপাতালে। সোমবার মৃতদেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠান পুলিশ।ঘটনার তদন্ত করছে দিঘা মোহনা থানা।
আরও পড়ুন: ক্রিকেটারকে বোল্ড আউট অভিনেতার! শচীন-কন্যা সারা মজেছে এই বলিউড নায়কের প্রেমে
সমুদ্র ছাড়িয়ে দিঘার এখন মূল আকর্ষণ জগন্নাথ ধাম। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সমুদ্র পাড়ে খুলে গিয়েছে এই তীর্থক্ষেত্রের দ্বার। আর এরপর থেকেই কাতারে কাতারে মানুষ জগন্নাথ দর্শনে ভিড় জমিয়েছেন দিঘার এই জগন্নাথ ধামে। রবিবার সকাল থেকেই ছুটির আমেজে পর্যটক থেকে স্থানীয়রা জগন্নাথ ধাম দর্শনে এসেছেন দীঘায়। এদিন সকাল থেকেই কার্যত লম্বা লাইন চোখে পড়ে জগন্নাথ ধামের সামনে।
advertisement
আরও পড়ুন: ‘রেজাল্ট শুনে গলা কাঁপছে, এখনও বিশ্বাস হচ্ছে না’, মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ইশানী চক্রবর্তী
advertisement
ইতিমধ্যে, পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে গোটা এলাকায়। ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং সাত নম্বর গেট দিয়ে মন্দির থেকে বেরোনোর ব্যবস্থা করা হয়েছে। এমনিতেই উইকেন্ডে অতিরিক্ত ভিড় লেগে থাকে দিঘায়। সেই জায়গায় জগন্নাথ ধাম বর্তমানে বাড়তি আকর্ষণ। আর সেই আকর্ষণের টানে রবিবার দিনভর ভিড়ের চাপ সামলাতে হিমশিম পুলিশ প্রশাসনও। কেউ এসেছেন বর্ধমান থেকে, আবার কেউ নদিয়া কিংবা কলকাতা। সকলের বর্তমানে একটাই লক্ষ্য জগন্নাথ দর্শন। আর তার জন্যই লম্বা লাইন জগন্নাথ ধামের সামনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 12:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: উদয়পুরে মর্মান্তিক ঘটনা! আকন্ঠ মদ্যপান করে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে গেলেন যুবক