Madhyamik 2025 Topper: 'রেজাল্ট শুনে গলা কাঁপছে, এখনও বিশ্বাস হচ্ছে না', মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ইশানী চক্রবর্তী
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Madhyamik 2025 Topper: মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে তৃতীয় ঈশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। সে বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চায়।
বাঁকুড়া: মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে তৃতীয় ঈশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। সে বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চায়।
নিউজ ১৮ বাংলার সঙ্গে কথা বলার সময় ঈশানী জানান, ‘পরীক্ষা খুব ভাল হয়েছিল। তবে, এত ভাল ফলাফল হবে ভাবিনি। প্রথমে মা টিভি দেখে আমাকে জানায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না।’
advertisement
advertisement
৭০ দিনের মাথায় রেজাল্ট বেরল মাধ্যমিক ২০২৫-এর। চলতি বছর ১০ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। ২০২৫ পরীক্ষা দিয়েছে মোট ৯৮৪৭৫৩ জন পড়ুয়া। যা গত বছরের থেকে ৬২ হাজার বেশি। এর মধ্যে ৪২৮৮০৩ জন ছাত্র এবং ৫৫৫৯৫০ ছাত্রী। রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ হয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 10:47 AM IST