Sara Tendulkar's New Boyfriend: ক্রিকেটারকে বোল্ড আউট অভিনেতার! শচীন-কন্যা সারা মজেছে এই বলিউড নায়কের প্রেমে

Last Updated:
Sara Tendulkar's New Boyfriend: ঘনিষ্ঠ সূত্রের খবর, সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) এবং সারা তেণ্ডুলকর-কে (Sara Tendulkar) একসঙ্গে সময় কাটাতে এবং ঘনিষ্ঠ হতে দেখা গেছে। তবে দুজনের কেউ এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি।
1/6
কিছুদিন আগে, Gully Boy খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী-র (Siddhant Chaturvedi) প্রেম জীবনের গুজব ছড়িয়েছিল। শোনা গেছিল বলেছিল যে তিনি আমিতাভ বচ্চনের-এর নাতনি Navya Naveli Nanda-র প্রেম করছেন। তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল এবং তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি প্রায়ই রোমান্সের গুজব উস্কে দিয়েছিল। 
কিছুদিন আগে, Gully Boy খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী-র (Siddhant Chaturvedi) প্রেম জীবনের গুজব ছড়িয়েছিল। শোনা গেছিল বলেছিল যে তিনি আমিতাভ বচ্চনের-এর নাতনি Navya Naveli Nanda-র প্রেম করছেন। তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল এবং তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি প্রায়ই রোমান্সের গুজব উস্কে দিয়েছিল।
advertisement
2/6
তবে, সম্প্রতি শোনা যাচ্ছে ভেঙে গিয়েছে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, তিনি নাকি Sachin Tendulkar-এর মেয়ে সারা তেণ্ডুলকরে -এর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছেন তিনি।
তবে, সম্প্রতি শোনা যাচ্ছে ভেঙে গিয়েছে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, তিনি নাকি Sachin Tendulkar-এর মেয়ে সারা তেণ্ডুলকরে -এর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছেন তিনি।
advertisement
3/6
ঘনিষ্ঠ সূত্রের খবর, Siddhant Chaturvedi এবং Sara Tendulkar-কে একসঙ্গে সময় কাটাতে এবং ঘনিষ্ঠ হতে দেখা গেছে। তবে দুজনের কেউ এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি।
ঘনিষ্ঠ সূত্রের খবর, Siddhant Chaturvedi এবং Sara Tendulkar-কে একসঙ্গে সময় কাটাতে এবং ঘনিষ্ঠ হতে দেখা গেছে। তবে দুজনের কেউ এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি।
advertisement
4/6
ফিল্মফেয়ারের রিপোর্ট অনুযায়ী, সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও সারা তেণ্ডুলকর একাধিকবার একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
ফিল্মফেয়ারের রিপোর্ট অনুযায়ী, সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও সারা তেণ্ডুলকর একাধিকবার একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
advertisement
5/6
ফিল্মফেয়ারের ঘনিষ্ঠ সূত্রের মতে, ‘সিদ্ধান্ত ও সারার বন্ধুত্ব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে তাঁদের রসায়ন বেশ স্পষ্ট। তাঁরা একে অপরের সঙ্গ উপভোগ করছেন এবং খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আপাতত তারা বিষয়টি ব্যক্তিগত রাখতে চাইছেন।’
ফিল্মফেয়ারের ঘনিষ্ঠ সূত্রের মতে, ‘সিদ্ধান্ত ও সারার বন্ধুত্ব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে তাঁদের রসায়ন বেশ স্পষ্ট। তাঁরা একে অপরের সঙ্গ উপভোগ করছেন এবং খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আপাতত তারা বিষয়টি ব্যক্তিগত রাখতে চাইছেন।’
advertisement
6/6
শচীন তেণ্ডুলকরের কন্যা সারার নামও আগে ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে, সেই সম্পর্কের কথা কেউ স্বীকার করেননি।
শচীন তেণ্ডুলকরের কন্যা সারার নামও আগে ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে, সেই সম্পর্কের কথা কেউ স্বীকার করেননি।
advertisement
advertisement
advertisement