আরও পড়ুন: অশান্ত নেপাল, এদিকে বড্ড চিন্তায় বীরভূমের ডাক্তার, ঘুম উড়েছে রাতের! কেন জানলে চমকে যাবেন
ছেলের নিথর দেহ জড়িয়ে পরিবারের হাহাকার আর প্রতিবেশীদের কান্নায় মুহূর্তে শোকস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। ক্ষোভে ফেটে পড়ে মানুষ। রাস্তায় আশিকের দেহ রেখেই শুরু হয় বিক্ষোভ ও অবরোধ। তাঁদের দাবি, অবিলম্বে যানবাহনের দৌরাত্ম্য রুখতে হবে, আর মৃতের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণ। বর্তমানে অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
advertisement
সবচেয়ে বেদনাদায়ক যে, এই দুর্ঘটনার রক্ত শুকোতে না শুকোতেই এলাকার মানুষকে আবারও শোকগ্রস্ত হতে হল। কারণ মাত্র ২৪ ঘণ্টা আগেই, গতকাল দুপুরে, দত্তপাড়া উচুপোলে মৃত্যু হয়েছিল আরও এক চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল খাতুনের। সহপাঠী আয়েশার সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে তাদের উপর। সেদিনই প্রাণ হারিয়েছিল জান্নাতুল, গুরুতর জখম হয়েছিল আয়েশা। ২৪ ঘন্টা না পেরতেই একের পর এক স্কুল পড়ুয়ার মৃত্যুতে আতঙ্কে স্থানীয়রা। তাঁদের ক্ষোভ, “প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে রাস্তা জুড়ে মৃত্যু মিছিল থামবে না।” শিশুদের এই অকাল মৃত্যুতে প্রশ্নের মুখে রাস্তার নিরাপত্তা, আর ভাঙা পরিবারগুলির বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা স্বরূপনগর।