TRENDING:

Birbhum Tea Seller: চা বিক্রেতার ইচ্ছে পূরণে চায়ের দোকানেই আয়োজিত হল রক্তদান শিবির

Last Updated:

Birbhum Tea Seller:বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের চায়ের আড্ডায় গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা শুনে বিপুলের ইচ্ছে প্রকাশ করেন ব্লাড ব্যাংকের পাশে দাঁড়ানোর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর : কোনও বিশেষ অনুষ্ঠানে নয়, এ বার রক্তদান শিবির হল চায়ের দোকানেই । নজির তৈরি করলেন বীরভূমের দুবরাজপুরের চা বিক্রেতা বিপুল ওঝা । চা বিক্রি করেই সংসার চলে তাঁর । আর সেই চায়ের দোকানেই বসে আড্ডার আসর । বিভিন্ন আলোচনা ভেসে আসে তাঁর কানেও ।
Birbhum Blood Donation
Birbhum Blood Donation
advertisement

এই আড্ডা থেকেই রক্তদান শিবির করার ভাবনা আসে চা বিক্রেতা বিপুলের মনে । বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের চায়ের আড্ডায় গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা শুনে বিপুলের ইচ্ছে প্রকাশ করেন ব্লাড ব্যাংকের পাশে দাঁড়ানোর । তার পর ইচ্ছে বাস্তবায়িত করতে তিনি একটি রক্তদান শিবির করার জন্য সহযোগিতা চান অ্যাসোসিয়েশনের কাছ থেকে ।

advertisement

আরও পড়ুন : বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে উদ্ধার কিশোরী ‘বধূ’, নাবালক ‘দম্পতির’ ঠাঁই থানায়

তাঁর এ রকম ইচ্ছে শুনতেই রক্তদান শিবির আয়োজনে তৎপর হয়ে পরেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা । তাঁরা চায়ের দোকানেই আয়োজন করে ফেলেন শিবিরের । রাজ্য স্বাস্থ্য ভবনের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের । BVBDA -এর হাত ধরে দুবরাজপুরের বিপুল ওঝার চায়ের দোকান থেকে শুরু হয় জেলার মধ্যে ধারাবাহিক ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের । এই শিবিরে চা বিক্রেতা বিপুল ওঝা-সহ আরও ২০ জন রক্তদান করেন ।

advertisement

আরও পড়ুন : ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে বিধ্বস্ত শিলিগুড়ির একাংশ, দিনভর অন্ধকারে একাধিক গ্রাম

বীরভূম ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি প্রিয়নীল পাল বলেন , ‘‘রাজ্য সরকারের ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের লক্ষ্য যাতে সবাই রক্তদানে এগিয়ে আসে সেই লক্ষ্যকে পূরণ করতেই আমরা চায়ের আড্ডাকেই বেছে নিয়েছি রক্তদান করার জন্য । এই শিবিরের মাধ্যমে এই সময় রক্তের সংকট অনেকটা কমবে,আগামী এক মাসে কম করে ২৪ টা রক্তদান শিবির আয়োজিত হবে সারা জেলা জুড়ে ।’’ চা বিক্রেতা বিপুল ওঝা বলেন , ‘‘ আমার চায়ের দোকানে চা খেতে খেতে গল্প করেন অনেকেই । আর সেই আলোচনা কানে আসে আমার ।

advertisement

আরও পড়ুন : নাবালিকা স্কুলপড়ুয়াকে বাড়ির কাছেই বাগানে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, পরিণতি মর্মান্তিক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে একদিন আমার চায়ের দোকানের রক্তদানের সঙ্গে যুক্ত কয়েক জন চা খেতে খেতে রক্তদানের আলোচনা করছিলেন , তখনই আমার কানে আসে রক্তদান শিবিরের কথা । আমার ইচ্ছে হয় যদি একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয় । তার পরই আমি সে কথা তাঁদের জানাই । তবে তাঁদের জানাতেই তাঁরা আমার চায়ের দোকানেই বাতানুকূল বাসে রক্তদানের ব্যবস্থা করেন । সেখানে আমি ছাড়া আরও ২০ জন রক্ত দান করি । এই শিবির আয়োজন করতে পারায় আমি সত্যিই খুব খুশি । আমার ইচ্ছে প্রকাশ করতেই তারা যে এত তাড়াতাড়ি বাস্তবায়িত করে ফেলবেন, সত্যিই আমি ভাবতে পারিনি । তাঁদের অসংখ্য ধন্যবাদ ।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Tea Seller: চা বিক্রেতার ইচ্ছে পূরণে চায়ের দোকানেই আয়োজিত হল রক্তদান শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল