TRENDING:

Birbhum Charity: স্বামী বিবেকানন্দের জন্মদিনে দুঃস্থ পরিবারদের মাঝে খাবার ও কম্বল বিতরণ

Last Updated:

Birbhum Charity: শীতের সমস্যা কিছুটা দূর করতেই এই উদ্যোগ তাদের । সিউড়ি (Suri) ও সিউড়ি সংলগ্ন আশেপাশের এলাকার বেশ কিছু দুস্থ মানুষদের দেওয়া হল কম্বল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি : শীতের কষ্ট লাঘব করতে দুঃস্থদের কম্বল দান বীরভূমের সিউড়ি প্রভাত জ্যোতির্ময় কলেজ অ্যান্ড এডুকেশনের ।  করোনার গ্রাফ দিনের পর দিন যেভাবে ঊর্ধ্বমুখী তাতে চিন্তিত বড় থেকে ছোট সবাই । বছরের শুরুতেই করোনা বাড়ছে তড়তড়িয়ে । রোজ বেড়ে চলছে পজিটিভ রোগীর সংখ্যা । করোনার সঙ্গে নতুন বছরে নতুন আতঙ্কের নাম এখন ওমিক্রন । তবে এই রোগের সংক্রমণ কম হলেও ধীরে ধীরে বাড়ছে রোগীর সংখ্যা (coronavirus in Birbhum) ।
advertisement

আরও পড়ুন : লাগামছাড়া করোনা, এই জেলায় এখন লোক জমায়েত না করার সিদ্ধান্ত তৃণমূলের 

তার মাঝেই বেশ জাঁকিয়ে পড়েছে শীত ।  বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে বীরভূমে (winter in Birhum) । ঠান্ডায় নাজেহাল অবস্থা ছোট থেকে বড় সকলের । তবে এই কনকনে শীতে ঠান্ডা থেকে বাঁচতে ঘরে ঢুকে জানালা লাগালেও সমাজের এক শ্ৰেণীর মানুষের নাজেহাল অবস্থা । একদিকে করোনাভাইরাস, অন্যদিকে ঠান্ডা । তাই সেই কথা মাথায় রেখে বুধবার বিবেকানন্দ জয়ন্তীতে এক মহৎ উদ্যোগ বীরভূমের সিউড়ির প্রভাত জ্যোতির্ময় কলেজ অ্যান্ড এডুকেশনের । শীতের সমস্যা কিছুটা দূর করতেই এই উদ্যোগ তাদের । সিউড়ি (Suri) ও সিউড়ি সংলগ্ন আশেপাশের এলাকার বেশ কিছু দুস্থ মানুষদের দেওয়া হল কম্বল ।

advertisement

আরও পড়ুন : এই শহরে টানা সাতদিন বন্ধ থাকবে চায়ের দোকান, আর কী কী বিধিনিষেধ জারি হচ্ছে?

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ ডঃ অমিয়াতোষ ঘোষ, সেক্রেটারি লছমন ব্যানার্জি, এছাড়াও কলেজের বিভিন্ন শাখার শিক্ষক-শিক্ষিকারা। অধ্যক্ষ ডঃ অমিয়াতোষ ঘোষ বলেন, ‘‘ নতুন বছরে ভেবেছিলাম করোনাভাইরাস থেকে রেহায় পাব । কিন্ত বছর শুরু হতেই দেখি নতুন রূপে হাজির করোনা । দিনের পর দিন বেড়ে চলেছে তার সংক্রমণ । ভ্যাকসিন নিয়েও রেহাই নেই মানুষের । সঙ্গে আবার জাঁকিয়ে পড়েছে শীত । তাপমাত্রা যেন কমতেই থাকছে । তাই সেইদিকে খেয়াল রেখে বিবেকানন্দ জয়ন্তীর বিশেষ দিনে আমাদের কলেজ থেকে কিছু দুঃস্থদের হাতে তুলে দেওয়া হল কম্বল । যাতে একটু হলেও এই ঠান্ডা থেকে বাঁচতে পারেন তাঁরা । এছাড়াও এর আগেও আমরা তাঁদের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াসও করেছি । মাত্র দশ টাকার বিনিময়ে আমাদের কলেজ ক্যান্টিন থেকে পেট ভরে পাওয়া যায় খাবার । তবে আগামীদিনে এই দুঃস্থ মানুষের জন্য আরও কিছু করার ইচ্ছে রয়েছে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Charity: স্বামী বিবেকানন্দের জন্মদিনে দুঃস্থ পরিবারদের মাঝে খাবার ও কম্বল বিতরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল