Covid 19 Awareness: লাগামছাড়া করোনা, এই জেলায় এখন লোক জমায়েত না করার সিদ্ধান্ত তৃণমূলের 

Last Updated:

কেউ করোনা আক্রান্ত হলে সেই পরিবারকে সহযোগিতা করার জন্য তৎপর থাকতে কর্মীদের নির্দেশ দিয়েছে দল (Coronavirus in Purba Bardhaman)

বর্ধমান : করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় পূর্ব বর্ধমান জেলায় আপাতত প্রকাশ্যে কর্মসূচি না নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই সময় কর্মসূচি নেওয়া হলে সেই জমায়েত থেকে সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। সে কারণেই আপাতত জমায়েতের কোনও কর্মসূচি নেওয়া হচ্ছে না। তার বদলে এই সময় সমস্যায় থাকা বাসিন্দাদের পাশে থাকতে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ করোনা আক্রান্ত হলে সেই পরিবারকে সহযোগিতা করার জন্য তৎপর থাকতে কর্মীদের নির্দেশ দিয়েছে দল (Coronavirus in Purba Bardhaman)।
আরও পড়ুন : এই শহরে টানা সাতদিন বন্ধ থাকবে চায়ের দোকান, আর কী কী বিধিনিষেধ জারি হচ্ছে?
পূর্ব বর্ধমান জেলায় প্রতিদিনই  ছ’শোর কাছাকাছি বাসিন্দা করোনা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণে লাগাম টানতে নানা বিধি নিষেধ আরোপ করছে প্রশাসন। দোকান বাজার খোলা রাখা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ব্যবসায়ীরা। বিধিনিষেধ আরও কড়াকড়ি করার কথা উঠলেই সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে আঙুল তুলছেন। তারা বলছেন, বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ থেকেই দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা। তাই দোকান বাজার বন্ধ করার আগে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ন্ত্রণ করা জরুরি। বাসিন্দাদের মনোভাব আঁচ করেই সভা-সমাবেশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
advertisement
আরও পড়ুন : এই মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক ডাক্তার নার্স করোনা আক্রান্ত, পরিষেবা ঘিরে উদ্বেগ
সামনেই পুরসভা নির্বাচন। বর্ধমান মেমারি কালনা কাটোয়া দাঁইহাট গুসকরা এই ছয়টি পৌরসভায় দু-এক মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। তার আগে বাসিন্দাদের মন পাওয়া সব রাজনৈতিক দলের কাছেই জরুরি। সে কথা মাথায় রেখেই রাজনৈতিক দলগুলি এই সময় এই করোনা পরিস্থিতিতে বুঝে শুনে পা ফেলতে তৎপর। বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর এই জেলায় বিজেপির তেমন কর্মসূচি আর দেখা যাচ্ছে না। তেমন কর্মসূচি নেই কংগ্রেস বা সিপিএমেরও। তাই বড় জমায়েত বা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সভা সমাবেশ এখন তেমন প্রয়োজন নেই বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে দলীয় স্তরে পুরভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূল।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Covid 19 Awareness: লাগামছাড়া করোনা, এই জেলায় এখন লোক জমায়েত না করার সিদ্ধান্ত তৃণমূলের 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement