চা খেতে খুবই ভালবাসেন নিজেই জানিয়েছেন হুগলির বিদায়ী সাংসদ। সারাদিন ব্যস্ত থাকছেন প্রচার জনসংযোগে। তাই চৈত্র সেলে উপচে পড়া ভিড় চুঁচুড়ায়। চুঁচুড়া ঘড়ির মোর থেকে নেতাজি সুভাষ রোড ধরে রাস্তার দুপাশে দোকান গুলোতে শেষ বেলার কেনাকাটায় ব্যাস্ত সাধারণ মানুষ। সেখানেই হুগলির বিজেপি প্রার্থীর রথ দেখা কলা বেচা হল। জনসংযোগ করলেন সেলে কেনাকাটাও করলেন।
advertisement
লকেট বলেন, দক্ষিণেশ্বরে বাড়ি, সেখান থেকে ছোটবেলায় শ্যামবাজার- হাতিবাগানে সেলে কেনাকাটা করতে যেতেন। পরে তার মা কিনে এনে দিতেন জামা কাপড়। অভিনয় জগতে যাওয়ার পর তা আর হয়নি। এখন রাজনীতিতে আছেন সাংসদ হয়েছেন তাই ইচ্ছা থাকলেও সেলের বাজার করা হয়ে ওঠে না।
এই দিন তারকা প্রার্থীকে রাস্তায় দেখে মানুষের ভিড় উপচে পড়ে ছবি সেলফি তোলার ও হাত মেলানোর জন্য। মানুষের সাথে হাত মিলিয়ে জনসংযোগ করে প্রচারের ফাঁকে, চৈত্র সেলে কেনাকাটা করলেন বিদায়ী সংসদ তথা বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
রাহী হালদার