TRENDING:

‘মেরে পা ভেঙে দেব !’ বাবুলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কি জানালেন দলের নেতা-কর্মীরা ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: ‘দলের মধ্যে সবসময় শৃঙ্খলা বজায় রাখা উচিত ৷ সেই কারণে শুধু একবার নয় ৷ একাধিকবার আমাদের বকা দিতে পারেন বাবুল সুপ্রিয় ৷’
advertisement

কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়ে গিয়েছে ৷ এহেন অবস্থায় বিজেপি দলের কর্মীরাই পরিস্থিতি সামলাতে ময়দানে নেমেছেন ৷

বিজেপি কর্মী সন্তোষ ভার্মা আসানসোলে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ গোটা ঘটনাটিই স্বচক্ষে দেখেন তিনি ৷ বাবুল সুপ্রিয়র মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠতেই তিনি বলেন, ‘বাবুল দা আমাদের বড় দাদার মত ৷ তাই তাঁর অধিকার রয়েছে আমাদেরকে বকাঝকা করার ৷ আমরা তাতে কিছু মনে করিনা ৷ কারণ দলের মধ্যে শৃঙ্খলা রাখতেই এই মন্তব্য করেন তিনি ৷ আর দলের মধ্যে শৃঙ্খলা যাতে বজায় থাকে ৷ সেই বিষয়টির দিকেই আমাদের বিশেষ নজর রাখা উচিত ৷ তাই ভবিষ্যতে যদি বাবুল দা আমাদের এভাবে ২০বারও বকা দেন ৷ তাহলেও আমরা কিছু মনে করব না ৷ কিন্তু অন্যদের এই বিষয়টি নিয়ে কেন এত মাথাব্যাথা হচ্ছে জানি না ৷’

advertisement

অনুষ্ঠান শেষ হওয়ার পরই মঞ্চ থেকে নেমে আসেন বাবুল সুপ্রিয় ৷ এরপর দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কিছু মনে করিস না ৷ আমি মজা করছিলাম ৷ আমরা তো একটি পরিবারের মতই ৷’ বাবুল এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ভার্মা বলেন, ‘বাবুলদা-র মন্তব্যকে ঘিরে এত বিতর্কের কিছু নেই ৷ দুর্ভাগ্যবশত, মিডিয়া শুধু বাবুল সুপ্রিয়-র একটি মন্তব্যের উপরই ফোকাস করছেন ৷ পুরো ঘটনাটি প্রকাশ্যে আনছেন না ৷ দলের কর্মীদের যে তিনি কতটা ভালবাসেন ৷ সেই বিষয়টি নিয়ে আলোকপাত করছে না সংবাদমাধ্যম ৷’

advertisement

ভার্মার এই মন্তব্যকে সমর্থন করেন দলের আরও এক কর্মী ৷ আসানসোলের বিজেপি প্রেসিডেন্ট লক্ষ্মণ ঘোড়াই বলেন, ‘বাবুল সুপ্রিয়র মন্তব্যকে যেভাবে হাইলাইট করা হচ্ছে ৷ সেটি অনভিপ্রেত ৷ এর পিছনে নিশ্চয়ই কোনও চক্রান্ত রয়েছে ৷ আসলে বাবুল সুপ্রিয়র জনপ্রিয়তা শাসক দলের কর্মীদের কাছে ভয়ের কারণ হয়ে গিয়েছে ৷ কারণ সম্প্রতি আসানসোলে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন বাবুল সুপ্রিয় ৷ আর সেটিতেই ভয় পাচ্ছেন শাসক দলের কর্মীরা ৷’

advertisement

তবে, সমস্ত বিজেপি কর্মীরা এই ভাবনার সঙ্গে একমত নন ৷ বিজেপি দলের এক শীর্ষ নেতা বলেন, সম্প্রতি বেশ কয়েকবার বেশ কয়েকটি অনুষ্ঠানে মেজাজ হারিয়েছেন বাবুল ৷ যা দলের হয়ে ভুল বার্তা প্রেরণ করছে সাধারণ মানুষের মনে ৷’

পড়ুন: ‘পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব !’ ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে বাবুল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাবুল সুপ্রিয়-র বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে তোপ দাগলেন আসানসোলের মেয়র তথা বরিষ্ঠ তৃণমূল নেতা জিতেন্দ্র নাথ ৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও বিতর্কিত মন্তব্য করেন ৷ সেক্ষেত্রে সেই দলের নেতা কর্মীদের থেকে এর থেকে আর ভাল কোন কথা আশা করা যায় ?’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘মেরে পা ভেঙে দেব !’ বাবুলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কি জানালেন দলের নেতা-কর্মীরা ?