গ্রামে পাশাপাশি বাড়িতেই থাকেন পেশায় দর্জি নূর আলি মোল্লা ও নইম আলি মোল্লা। একই মায়ের পেটের সন্তান হলেও দুই ভাইয়ের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। বিজেপি পার্টিতে যোগ দিয়েছেন নূর আলি অন্যদিকে তৃণমূলের হয়ে কাজ করেন নইম আলি। সেই থেকেই সম্পর্কের অবনতি । বুধবার সকালে কলার কাঁদি কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়। বচসা থেকে যা গড়ায় মারামারিতে।
advertisement
আরও পড়ুন
সম্পর্ক মানল না পরিবার, কীটনাশক খেয়ে আত্মঘাতী যুগল
অভিযোগ, পরে রাত হতেই নইম শ'দুয়েক তৃণমূলের লোকজন নিয়ে হামলা করে নূরের বাড়িতে। বাঁশ রড দিয়ে চলে বেধড়ক মারধর ও ভাঙচুর। নূর ছাড়াও আক্রমণ করা হয় নূরের পরিবারের বাকি সদস্যদের। বাদ যাননি নূরের স্ত্রী আরজানা বিবিও। দুষ্কৃতিরা তাঁর গায়েও হাত তোলে বলে অভিযোগ। বাঁশ, রড দিয়ে পেটানোর সঙ্গে সঙ্গে তাঁর কান ছিঁড়ে সোনার দুল জোড়াও ছিনিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা, অভিযোগ করেছেন নূর। তাঁর বক্তব্য, এতদিন তিনি বিজেপি করেন বলে হুমকি দিত তাঁর ভাই ও বাকি তৃণমূল সদস্যরা। গতকাল সুযোগ পেয়ে নূরের বাড়িতে হামলা চালিয়েছে তারা। ঘটনায় প্রবল আতঙ্কে বিজেপির সমর্থক পরিবারটি। তারা নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে বারুইপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন।