একটা সময় দাপিয়ে করেছেন রাজনীতি। সেই তিনি বাটি হাতে দুটো টাকার ভিক্ষা প্রার্থনা করছিলেন সাধারণ মানুষের কাছে! শুনতে অবাক লাগলেও এটাই কঠোর সত্যি। এক সময় বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের তিনি প্রাক্তন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। প্রসঙ্গত ইন্দ্রজিৎ সিনহাকে সবাই বুলেট নামে চিনতেন তিনি বিজেপির ডাকাবুকো নেতা ছিলেন।
advertisement
রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রেরই একদা সেই দাপুটে নেতা দুরারোগ্য ক্যানসারে ভুগছেন প্রায় দুই বছর ধরে।প্রথমে টিউমার ধরা পড়ে তারপর জানতে পারেন তিনি ক্যানসার মারণ রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য হাসপাতাল তো দূরের কথা,তাঁর থাকা-খাওয়ারও কোনও সঠিক ঠিকানা নেই।
ইন্দ্রজিৎ সিনহার এই খবর সম্প্রচার করেছিল নিউজ 18 বাংলা। খবর পাওয়া মাত্রই জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা-সহ জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত হন এবং সমস্ত রকম ভাবে পাশে থাকা আশ্বাস দেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর চিকিৎসার সমস্ত রকম দায়িত্ব নেন।
আরও পড়ুন: দরজা খুলতেই ছলছল চোখ…, পরের মুহূর্তেই যা হল কেঁপে উঠবে বুক! হাড়হিম হয়ে যাবে দেখলে…!
বীরভূম জেলা বিজেপির সম্পাদক মাননীয় তারকনাথ চট্টোপাধ্যায় জেলা কিষাণ মোর্চার সভাপতি মাননীয় অভিমুন্য মাল এবং জেলা আইটি সেলের ইনচার্জ ভাস্কর মণ্ডল তারাপীঠ মহাশ্মশান থেকে নিয়ে যান কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। সকাল দশটা নাগাদ জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। আপাতত তাঁর চিকিৎসা শুরু হয়েছে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে।
সৌভিক রায়






