TRENDING:

বাটি হাতে দুটো টাকার জন্য ভিক্ষা...? বিজেপির এই নেতার হাল দেখে চোখে জল বাংলার, খবর প্রকাশ্যে আসতেই...

Last Updated:

এক সময় যিনি ছিলেন বিজেপির নেতা,তিনি ভিক্ষাবৃত্তি করছিলেন তারাপীঠ মহাশ্মশানে,খবর সম্প্রচার হতেই পাশে এসে দাঁড়ায় বিজেপির নেতৃত্বরা! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ইন্দ্রজিৎ সিনহার খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পর নড়েচড়ে বসল দলের নেতৃত্ব। বীরভূম থেকে চিকিৎসার জন্য পাঠানো হল কলকাতায়। সারাজীবন রাজনীতি করেছেন তিনি,করেননি ঘর সংসার, পাশে দাঁড়িয়েছেন বহু অসহায় মানুষের। অথচ সেই মানুষটাই কেমন যেন বনবাসে গিয়ে ভিক্ষা করার অবস্থায় উদ্ধার হলেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

একটা সময় দাপিয়ে করেছেন রাজনীতি। সেই তিনি বাটি হাতে দুটো টাকার ভিক্ষা প্রার্থনা করছিলেন সাধারণ মানুষের কাছে! শুনতে অবাক লাগলেও এটাই কঠোর সত্যি। এক সময় বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের তিনি প্রাক্তন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। প্রসঙ্গত ইন্দ্রজিৎ সিনহাকে সবাই বুলেট নামে চিনতেন তিনি বিজেপির ডাকাবুকো নেতা ছিলেন।

আরও পড়ুন: ছাদনাতলায় বসেই…! চমকে দিল বরের ‘চরম’ কীর্তি, মুহূর্তে লজ্জায় লাল কনে…! নিমেষে সবার চক্ষুচড়কগাছ

advertisement

রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রেরই একদা সেই দাপুটে নেতা দুরারোগ্য ক্যানসারে ভুগছেন প্রায় দুই বছর ধরে।প্রথমে টিউমার ধরা পড়ে তারপর জানতে পারেন তিনি ক্যানসার মারণ রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য হাসপাতাল তো দূরের কথা,তাঁর থাকা-খাওয়ারও কোনও সঠিক ঠিকানা নেই।

View More

আরও পড়ুন: ৩ মাস মেলে…! নামমাত্র দাম…! পালং-মেথি ছেড়ে এই সবুজ ‘শাক’ খান, লোহার মতো শক্ত হবে হাড়, ঘেঁষবে না সুগার-কোলেস্টেরল

advertisement

ইন্দ্রজিৎ সিনহার এই খবর সম্প্রচার করেছিল নিউজ 18 বাংলা। খবর পাওয়া মাত্রই জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা-সহ জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত হন এবং সমস্ত রকম ভাবে পাশে থাকা আশ্বাস দেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর চিকিৎসার সমস্ত রকম দায়িত্ব নেন।

আরও পড়ুন: দরজা খুলতেই ছলছল চোখ…, পরের মুহূর্তেই যা হল কেঁপে উঠবে বুক! হাড়হিম হয়ে যাবে দেখলে…!

advertisement

বীরভূম জেলা বিজেপির সম্পাদক মাননীয় তারকনাথ চট্টোপাধ্যায় জেলা কিষাণ মোর্চার সভাপতি মাননীয় অভিমুন্য মাল এবং জেলা আইটি সেলের ইনচার্জ ভাস্কর মণ্ডল তারাপীঠ মহাশ্মশান থেকে নিয়ে যান কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। সকাল দশটা নাগাদ জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। আপাতত তাঁর চিকিৎসা শুরু হয়েছে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে।

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

সৌভিক রায়

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাটি হাতে দুটো টাকার জন্য ভিক্ষা...? বিজেপির এই নেতার হাল দেখে চোখে জল বাংলার, খবর প্রকাশ্যে আসতেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল