অভিযোগ ছাত্ররা সোমবার স্কুলে এলে প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই তাদের জানায়, আগামীকাল মঙ্গলবার স্কুল ছুটি থাকবে। যদিও কেন ছুটি থাকবে তা তিনি জানাননি বলে পড়ুয়ারা জানায়। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, মাঝেমধ্যেই স্কুলে আসেন না প্রধান শিক্ষক। এর ফলে পড়াশোনার ক্ষতির সম্মুখীন হচ্ছেন পড়ুয়ারা। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন: অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আটক করল পুলিশ
advertisement
এদিকে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা জলেশ্বর মোড়ে নবান্ন অভিযানের উদ্দেশ্যে যাওয়া বাস আটকানোর প্রতিবাদ যশোর রোডে অবরোধ শুরু করল বিজেপির কর্মী সমর্থকরা । বাগদা ব্লক থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যাচ্ছিল সেই সময় গাইঘাটা থানার সামনে বাস আটকায় পুলিশ। যা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে বিজেপি নেতাকর্মীদের। পরবর্তীতে জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা।
আরও পড়ুন: অবিশ্বাস্য! বিজেপির নবান্ন অভিযান ভোঁতা করতে অভিনব কৌশল, কটাক্ষ বিজেপির
অপরদিকে, ১৫১ সিআরপিসি আইন শৃঙ্খলা বলবৎ করার ধারা অনুযায়ী বাঁকুড়া জেলায় মোট আটক করা হয় ২৩১ জন বিজেপি কর্মী সমর্থককে। পরে ব্যাক্তিগত বন্ডে সকলকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি জেলা পুলিশ সূত্রে।