TRENDING:

কাঁথি, তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থী কে? বড় চমক দিতে পারে তৃণমূলও

Last Updated:

অন্যদিকে এই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য রাজনীতির নজরে ছিল নন্দীগ্রাম৷ আগামী লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র কাঁথি এবং তমলুকে রীতিমতো সম্মানের লড়াই৷ কারণ দীর্ঘ দু দশক পর এই দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী তালিকায় অধিকারী পরিবারের কোনও সদস্যের নাম থাকছে না৷
শিশির, দিব্যেন্দু ও সৌমেন্দু অধিকারী৷
শিশির, দিব্যেন্দু ও সৌমেন্দু অধিকারী৷
advertisement

তবে তৃণমূলের প্রার্থী তালিকায় না থাকলেও বিজেপির প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুরের অন্তত একটি আসনে অধিকারী পরিবারের সদস্যের নাম থাকা অনেকটাই নিশ্চিত৷ আর এই দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী৷ সূত্রের খবর, সম্ভবত কাঁথি কেন্দ্র থেকেই সৌমেন্দুকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে৷ সৌমেন্দু নিজে অবশ্য বলেন, ‘এসব অবান্তর কথা৷ আমাদের লক্ষ্য মোদিজিকে তৃতীয় বার প্রধানমন্ত্রী করা আর ৩৭০ আসনে জয়৷ এর বাইরে আমরা আর কিছু নিয়ে ভাবছি না৷ ‘

advertisement

আরও পড়ুন: আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ কার্যকর, মার্চের শুরুতেই সম্ভবত বিজ্ঞপ্তি জারি

এই মুহূর্তে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী৷ আর তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ শিশির বাবু ২০০৪ সাল থেকে কাঁথি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন৷ ২০০৯ সালে কাঁথি থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷ এর পর টানা তিন বার কাঁথি থেকে জয়ী হন শিশির অধিকারী৷ কিন্তু বয়স এবং শারীরিক কারণেই এবার আর প্রার্থী হতে চান না তিনি৷

advertisement

অন্যদিকে ২০০৯ সালে তমলুক থেকে তৃণূমূলের টিকিটে জিতে সাংসদ হন শুভেন্দু৷ ২০১৬ সালে তিনি বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হলে তমলুকের উপনির্বাচনে জিতে সাংসদ হন দিব্যেন্দু অধিকারী৷ তবে দিব্যেন্দুকেও বিজেপি প্রার্থী করছে না বলেই খবর৷ বরং কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য সৌমেন্দু অধিকারীর নাম ভাবা হয়েছে বিজেপির পক্ষ থেকে৷

যদিও এ বিষয়ে অধিকারী পরিবার অথবা বিজেপি নেতারা কেউই আগ বাড়িয়ে মন্তব্য করতে চাননি৷ শিশির অধিকারী শুধু বলেন, বিজেপি কাকে প্রার্থী করবে সেটা তাঁদের নেতারা বলতে পারবেন৷ তবে কাঁথি, তমলুকে শুভেন্দু অধিকারীই শেষ কথা৷ তিনি যেদিকে যাবেন, মানুষের সমর্থন থাকবে৷ আমাদের পরিবারের সমর্থনও সেদিকেই থাকবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্যদিকে এই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে৷ প্রার্থী হিসেবে উঠে আসছে টলিউডের এক বিখ্যাত অভিনেত্রীর নামও৷ যাঁরা তৃণমূলের সমস্ত শহিদের রক্ত, কর্মীদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার অপব্যবহার করে সব সুবিধা নিয়েও বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথাব্যথা নেই৷ জেলার মানুষ ওঁদের বিশ্বাসঘাতক হিসেবে চেনেন৷ এই দুই আসনেই তৃণমূল প্রার্থী দেবে এবং তাঁরা জিতে আসবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁথি, তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থী কে? বড় চমক দিতে পারে তৃণমূলও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল