TRENDING:

Bjp Candidate: সভা করেছেন মোদি, সেই আরামবাগে বিজেপি প্রার্থী কে? যা ঘটল, রীতিমতো অবিশ্বাস্য

Last Updated:

Bjp Candidate: আরামবাগ থেকেই সম্প্রতি প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাপন সাঁতরা, আরামবাগ: প্রধানমন্ত্রীর সফরের পরেই আরামবাগে বিজেপির পোস্টার বিতর্ক। আরামবাগে বিজেপির প্রার্থী ঘোষণার আগেই বর্তমান বিধায়ককে প্রার্থী করার দাবি তুলে পোস্টার। আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, সোমবার সকালে আরামবাগের গৌরহাটি ১ নং পঞ্চায়েতের পৌসারা এলাকায় পোস্টারের ঘটনা সামনে আসে।
আরামবাগে বিজেপি প্রার্থী কে?
আরামবাগে বিজেপি প্রার্থী কে?
advertisement

আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের ছবি ও বিজেপির লোগো সহ পোস্টারে লেখা রয়েছে ‘আরামবাগ লোকসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক জননেতা মধুসূদন বাগ মহাশয়কে প্রার্থী করতে হবে, এছাড়া অন্য কাউকে মানা হবে না’। সোমবার এই পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে।

আরও পড়ুন: প্রার্থী করেনি বিজেপি, তারপরই কোথায় গেলেন জন বার্লা! শুনলে তাজ্জব হয়ে যাবেন

advertisement

উল্লেখ্য, আরামবাগ থেকেই সম্প্রতি প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের পরেই এহেন পোস্টার ঘিরে অস্বস্তিতে আরামবাগ বিজেপি নেতৃত্ব। যদিও ঘটনায় শাসক দলের মদতে এই পোস্টার লাগানোর অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন: কাঁথিতে সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কে? কর্মীদের হাতে কার ছবি? শুনলে তাজ্জব হয়ে যাবেন

advertisement

আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ জানান, চক্রান্ত করে তাঁর জড়ানোর চেষ্টা করা হচ্ছে। দলের উর্ধ্বতন নেতৃত্ব সিদ্ধান্ত নেবে কে টিকিট পাবে। অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের দাবি, তৃণমূলের লোকজন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বাবর আলীর পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই পোস্টার লাগানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bjp Candidate: সভা করেছেন মোদি, সেই আরামবাগে বিজেপি প্রার্থী কে? যা ঘটল, রীতিমতো অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল