হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ শুধু প্রাক্তন অভিনেতা নন, তিনি বর্তমানে বিধায়ক এবং লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী। অন্যান্য দিনের মতো শুক্রবার বেরিয়েছিলেন ভোটের প্রচারে। কিন্তু আচমকা কালবৈশাখীতেই যেন সবটা বদলে গেল। হঠাৎ করেই ঝড়বৃষ্টি শুরু হয়। কালবৈশাখীর কারণে বেশ কিছু গাছ ভেঙে পড়ে রাস্তার উপর। তবে মাথায় গামছা বেঁধে কাটারি হাতে গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করেন হিরণ। যদিও এটা তাঁর নৈতিক কর্তব্য বলে জানিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: ‘সিঙ্গুরের মাটি নিয়ে যাব দিদির জন্য’, আত্মবিশ্বাসে ভরপুর রচনা প্রচারে নেমেই বলছেন, ‘১০০% জিতবই’!
এমনই চিত্র দেখা গেল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ সন্ধ্যাকালীন প্রচারে বেরিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকে। সন্ধ্যাকালীন কর্মসূচি ছিল দাসপুর ২ নম্বর ব্লকের জোতকেশব তপশিলি বুথ এলাকায়।
আজুরিয়ার ডাক বাংলো মোড় থেকে গন্তব্যস্থলে আসার পথে তেঁতুলতলা এলাকায় হঠাৎ করেই ঝড় ওঠে। আর এর জেরে বেশ কয়েকটি গাছের ডাল রাস্তায় ভেঙে পড়ে। অবরুদ্ধ হয়ে পড়ে জনবহুল রাস্তাটি। প্রশাসনের অপেক্ষা না করেই দলীয় কর্মীদের নিয়ে কাটারি হাতে গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করতে নেমে পড়েন হিরণ। মানুষের হয়ে কাজ করাই লক্ষ্য তাঁর, এমনই দাবি হিরণের।
প্রসঙ্গত, ভোটে এবার ঘাটাল কেন্দ্রে দুই প্রার্থীই তারকা, হিরণ ও দেব। তবে এদিনের এই সামাজিক কাজের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। ওয়াকিবহাল মহল অবশ্য কিছুটা অন্য সুরে বলছে, এমন চিত্র শুধু ভোটের সময় কেন, ভোট পরবর্তীতে দেখা গেলে অন্তত সাধারণ মানুষরা উপকৃত হতেন।
রঞ্জন চন্দ