Rachana Banerjee in Hooghly: ‘সিঙ্গুরের মাটি নিয়ে যাব দিদির জন্য’, আত্মবিশ্বাসে ভরপুর রচনা প্রচারে নেমেই বলছেন, ‘১০০% জিতবই’!

Last Updated:
Rachana Banerjee in Hooghly: একই কেন্দ্রে বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েছেন লকেট। তৃণমূল প্রার্থী রচনার মতে, লকেট বিরূপ মন্তব্য করলেও তিনি কারও সম্পর্কে কুমন্তব্য করতে চান না।
1/9
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তাই সেখান থেকেই প্রচার শুরু করলেন হুগলির লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার অভিনেত্রীর ইচ্ছে ছিল, মা কালীর আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করবেন।
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তাই সেখান থেকেই প্রচার শুরু করলেন হুগলির লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার অভিনেত্রীর ইচ্ছে ছিল, মা কালীর আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করবেন।
advertisement
2/9
ইচ্ছে মতোই সিঙ্গুরের ডাকাত কালীবাড়িতে মায়ের থানে পুজো দিয়ে হুগলিবাসীর সঙ্গে জনসংযোগ শুরু করলেন ‘দিদি নং ওয়ান’। তারপর কথা বললেন নিউজ18 বাংলার সঙ্গে। তাঁর সঙ্গে অকপট আড্ডার থেকে কয়েক টুকরো তুলে ধরা হল।
ইচ্ছে মতোই সিঙ্গুরের ডাকাত কালীবাড়িতে মায়ের থানে পুজো দিয়ে হুগলিবাসীর সঙ্গে জনসংযোগ শুরু করলেন ‘দিদি নং ওয়ান’। তারপর কথা বললেন নিউজ18 বাংলার সঙ্গে। তাঁর সঙ্গে অকপট আড্ডার থেকে কয়েক টুকরো তুলে ধরা হল।
advertisement
3/9
সিঙ্গুর থেকেই প্রচার শুরু করে উৎফুল্ল রচনা। তিনি বলেন, ‘‘এখানকার মাটি আন্দোলনের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আন্দোলন শুরু করেছিলেন। আর এই মাটিই আমি নিয়ে যাব দিদির জন্য। আর বলব, তোমার সিঙ্গুর থেকেই আমি আমার প্রচার শুরু করলাম।’’
সিঙ্গুর থেকেই প্রচার শুরু করে উৎফুল্ল রচনা। তিনি বলেন, ‘‘এখানকার মাটি আন্দোলনের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আন্দোলন শুরু করেছিলেন। আর এই মাটিই আমি নিয়ে যাব দিদির জন্য। আর বলব, তোমার সিঙ্গুর থেকেই আমি আমার প্রচার শুরু করলাম।’’
advertisement
4/9
মা কালীর কাছে নির্বাচনের সাফল্য কামনা ছিল তাঁর বিশেষ প্রার্থনা। অনেকদিন ধরেই মনস্থির করে রেখেছিলেন রচনা। পুজো দিয়েই আত্মবিশ্বাসী রচনা, মন্দির থেকে বেরিয়ে বলেন, ‘১০০% জয়ী হব ভোটে’।
মা কালীর কাছে নির্বাচনের সাফল্য কামনা ছিল তাঁর বিশেষ প্রার্থনা। অনেকদিন ধরেই মনস্থির করে রেখেছিলেন রচনা। পুজো দিয়েই আত্মবিশ্বাসী রচনা, মন্দির থেকে বেরিয়ে বলেন, ‘১০০% জয়ী হব ভোটে’।
advertisement
5/9
রাজনীতির ময়দানে বক্তব্য রাখতে গিয়ে অনেক সাবধানী রচনা। প্রথমে তিনি অনেক কথা বলে ফেলেছিলেন, যেগুলি বিভিন্ন মাধ্যমে বিকৃত করা হয়েছে। সেই অভিযোগ জানিয়ে তিনি জানালেন, এটা ‘দিদি নং ওয়ান’-এর শো নয়, এখানে অনেক হিসেব করে কথা বলতে হবে।
রাজনীতির ময়দানে বক্তব্য রাখতে গিয়ে অনেক সাবধানী রচনা। প্রথমে তিনি অনেক কথা বলে ফেলেছিলেন, যেগুলি বিভিন্ন মাধ্যমে বিকৃত করা হয়েছে। সেই অভিযোগ জানিয়ে তিনি জানালেন, এটা ‘দিদি নং ওয়ান’-এর শো নয়, এখানে অনেক হিসেব করে কথা বলতে হবে।
advertisement
6/9
প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে টক্কর হবে তাঁর। একই কেন্দ্রে বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েছেন লকেট। রচনার মতে, লকেট বিরূপ মন্তব্য করলেও তিনি কারও সম্পর্কে বাজে মন্তব্য করতে চান না।
প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে টক্কর হবে তাঁর। একই কেন্দ্রে বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েছেন লকেট। রচনার মতে, লকেট বিরূপ মন্তব্য করলেও তিনি কারও সম্পর্কে বাজে মন্তব্য করতে চান না।
advertisement
7/9
রচনা জানালেন, রাজনীতিতে কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন তিনি। প্রথম দিনের প্রচারে এসে তিনি লোকাল এমএলএ ও তৃণমূলের কর্মীবৃন্দদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আগামীতে নির্বাচনে প্রচারের পরিকল্পনা করেন।
রচনা জানালেন, রাজনীতিতে কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন তিনি। প্রথম দিনের প্রচারে এসে তিনি লোকাল এমএলএ ও তৃণমূলের কর্মীবৃন্দদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আগামীতে নির্বাচনে প্রচারের পরিকল্পনা করেন।
advertisement
8/9
হুগলিতে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই অভিযোগে বিশ্বাসী নন রচনা। তিনি বললেন, তিনি নিজে প্রচারে এসে দেখেছেন বহু কারখানা চালু। এবং তিনি জিতলে আরও একটি কারখানা চালু হবে এবং আরও উন্নতি হবে।
হুগলিতে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই অভিযোগে বিশ্বাসী নন রচনা। তিনি বললেন, তিনি নিজে প্রচারে এসে দেখেছেন বহু কারখানা চালু। এবং তিনি জিতলে আরও একটি কারখানা চালু হবে এবং আরও উন্নতি হবে।
advertisement
9/9
সিঙ্গুরে ডাকাত কালীবাড়িতে পুজো দেওয়ার পর লোহাপট্টি ব্যবসায়ী সেবা সমিতির বিল্ডিংয়ে কম্রীদের সঙ্গে সাক্ষাৎ-জনসভা। ধনেখালি বাসস্ট্যান্ডে কর্মীসভা-প্রচার। শেষে চুঁচুড়ার কালীমন্দিরে পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন রচনা।
সিঙ্গুরে ডাকাত কালীবাড়িতে পুজো দেওয়ার পর লোহাপট্টি ব্যবসায়ী সেবা সমিতির বিল্ডিংয়ে কম্রীদের সঙ্গে সাক্ষাৎ-জনসভা। ধনেখালি বাসস্ট্যান্ডে কর্মীসভা-প্রচার। শেষে চুঁচুড়ার কালীমন্দিরে পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন রচনা।
advertisement
advertisement
advertisement