জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে বিষ্ণুপুর প্রবেশদ্বারে মধ্যরাতে পতাকা উত্তোলন করা হয়েছে। ৫৬ ফুট স্তম্ভ বিশিষ্ট একটি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এদিন। পাশাপাশি ২৫ লক্ষ টাকা খরচ করে তৈরি ২৬ ফুটের নেতাজির পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধন করা হয়েছে। পাশেই তৈরি হয়েছে নেতাজি পার্ক। এটিরও উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন : একসময় ছিল নেতাজির ঠিকানা, এখন ঢেকেছে আগাছায়! সংস্কারের সামর্থ্য নেই
advertisement
বিশাল নেতাজি মূর্তি এবং নেতাজি পার্ক মন্দিরনগরী বিষ্ণুপুরের পর্যটনের পাতায় আরও একটি নতুন পালক যুক্ত করল বলে সংশ্লিষ্ট মহলের মত। শহরের এক নম্বর ওয়ার্ডে কাটান ধার সংলগ্ন বিষ্ণুপুর প্রবেশপথে তৈরি করা হয়েছে একটি নেতাজি পার্ক। পাশাপাশি ২৬ ফুটের একটি নেতাজির পূর্ণাবয়ব মূর্তি তৈরি হয়েছে এখানে। অন্যদিকে রয়েছে ৫৬ ফুট উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভের ওপর সুবিশাল জাতীয় পতাকা। ১৫ আগস্ট মধ্যরাতে বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি এই নেতাজি মূর্তি এবং পার্কের উদ্বোধন করলেন। সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করেছেন তাঁরা।
আরও পড়ুন : শুধু ছাত্রজীবন নয়, স্বাধীনতা ও সংগ্রামের সাক্ষী! ১০০ পেরিয়ে আজও অমলিন এই হোস্টেল
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শহরে তিন দিক থেকে তিনটি মশাল মিছিল নেতাজি মূর্তির পাদদেশে এসে হাজির হয়। তারপর বাতি স্তম্ভে আগুন দিয়ে নেতাজি মূর্তি উন্মোচন করেন অতিথিরা। অন্যদিকে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বিষ্ণুপুরের এই প্রবেশদ্বারের নতুন নামকরণ করেন “সুভাষ মোড়”। যার ফলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিষ্ণুপুরের পর্যটনের ইতিহাসে আরও এক নতুন পালক যুক্ত হল।