Independence Day 2025 : শুধু ছাত্রজীবন নয়, স্বাধীনতা ও সংগ্রামের সাক্ষী! ১০০ পেরিয়ে আজও অমলিন এই হোস্টেল

Last Updated:
শতবর্ষ অতিক্রম করল বিড়া রাজীবপুরের কালীভূষণ হিন্দু ছাত্রাবাস, এক শতাব্দী অতিক্রম করেও মাথা উঁচু করে দাঁড়িয়ে।
1/6
উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শতবর্ষ অতিক্রম করল রাজীবপুরের কালীভূষণ হিন্দু ছাত্রাবাস। এক শতাব্দী অতিক্রম করেও সমান মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজীবপুরের ঐতিহ্যবাহী এই কালীভূষণ হিন্দু ছাত্রাবাস
উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শতবর্ষ অতিক্রম করল রাজীবপুরের কালীভূষণ হিন্দু ছাত্রাবাস। এক শতাব্দী অতিক্রম করেও সমান মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজীবপুরের ঐতিহ্যবাহী এই কালীভূষণ হিন্দু ছাত্রাবাস।
advertisement
2/6
১৯২১ সালের ৩০ মে তৎকালীন বড়লাট লর্ড লিটনের হাতে উদ্বোধন হওয়া এই হোস্টেল এখনও জেলার অন্যতম প্রাচীন শিক্ষাঙ্গন হিসেবে স্বীকৃত
১৯২১ সালের ৩০ মে তৎকালীন বড়লাট লর্ড লিটনের হাতে উদ্বোধন হওয়া এই হোস্টেল এখনও জেলার অন্যতম প্রাচীন শিক্ষাঙ্গন হিসেবে স্বীকৃত। (ছবি ও তথ্য : রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
১৮৬৪ সালে প্রতিষ্ঠিত রাজীবপুর অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলকে কেন্দ্র করে গড়ে ওঠে এই ছাত্রাবাস। দূরদূরান্ত থেকে পড়তে আসা ছাত্রদের যাতায়াত সমস্যার সমাধানেই অবিভক্ত ২৪ পরগণা জেলার তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্রনাথ ঘোষ উদ্যোগ নেন হোস্টেল নির্মাণের
১৮৬৪ সালে প্রতিষ্ঠিত রাজীবপুর অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলকে কেন্দ্র করে গড়ে ওঠে এই ছাত্রাবাস। দূরদূরান্ত থেকে পড়তে আসা ছাত্রদের যাতায়াত সমস্যার সমাধানেই অবিভক্ত ২৪ পরগণা জেলার তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্রনাথ ঘোষ উদ্যোগ নেন হোস্টেল নির্মাণের। (ছবি ও তথ্য : রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
নিজস্ব জমি বিক্রি ও ঋণ নিয়ে ২১ হাজার টাকা সংগ্রহ করে তিনি প্রতিষ্ঠা করেন ছাত্রাবাসটি। তাঁর স্বর্গীয় পিতার নামে এর নামকরণ হয় ‘কালীভূষণ হিন্দু ছাত্রাবাস’
নিজস্ব জমি বিক্রি ও ঋণ নিয়ে ২১ হাজার টাকা সংগ্রহ করে তিনি প্রতিষ্ঠা করেন ছাত্রাবাসটি। তাঁর স্বর্গীয় পিতার নামে এর নামকরণ হয় ‘কালীভূষণ হিন্দু ছাত্রাবাস’। (ছবি ও তথ্য : রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
ভবনটিতে সমস্যা দেখা দেওয়ায় ১৯২৪-২৫ সালে সুরেন্দ্রনাথ বাবু নতুন ভবন নির্মাণ করেন। সেই থেকে আজও হোস্টেলটি নিয়মিত শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে
ভবনটিতে সমস্যা দেখা দেওয়ায় ১৯২৪-২৫ সালে সুরেন্দ্রনাথ বাবু নতুন ভবন নির্মাণ করেন। সেই থেকে আজও হোস্টেলটি নিয়মিত শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। (ছবি ও তথ্য : রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
বর্তমানে বিভিন্ন শ্রেণির ছাত্ররা এখানে থেকেই পড়াশোনা করছেন। বৃহত্তর অশোকনগরের শিক্ষার ইতিহাসে এই ছাত্রাবাস আজও যেন স্বাধীনতার ইতিহাসকে জড়িয়ে এক গর্বের নাম
বর্তমানে বিভিন্ন শ্রেণির ছাত্ররা এখানে থেকেই পড়াশোনা করছেন। বৃহত্তর অশোকনগরের শিক্ষার ইতিহাসে এই ছাত্রাবাস আজও যেন স্বাধীনতার ইতিহাসকে জড়িয়ে এক গর্বের নাম। (ছবি ও তথ্য : রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement